মৃত্যুর আগে শেষবার ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চান পেলে! নেইমারকে দিলেন ভালোবাসা

Last Updated:

Pele optimistic about Brazil winning World Cup for record 6th time in Qatar. কাতারে নেইমারের হাতে বিশ্বকাপ দেখছেন পেলে ! মেসি - রোনাল্ডোদের নম্বর দিতে নারাজ

একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ আছে পেলের
একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ আছে পেলের
#রিও: বেশ কিছু বছর স্বাভাবিক হাঁটাচলা করতে পারেন না। একাধিক অস্ত্রোপচার হয়েছে। হুইল চেয়ারে নড়াচড়া করতে হয়। কিন্তু ব্রাজিলের জন্য ভালোবাসা এক বিন্দু কমেনি ফুটবল সম্রাটের। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ এনেছেন তিনি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছিল সাম্বারা।
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে ৭৭টি গোল করেছেন 'ফুটবল সম্রাট'। কাতারে ২০ বছরের অপেক্ষা ঘোচাতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে তার নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, শেষ বার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিনবারের চ্যাম্পিয়ন ছিলাম। এখন আমাদের জার্সিতে পাঁচটি তারা আছে। ষষ্ঠ শিরোপা দেখার জন্য আমার তর সইছে না।
advertisement
আরও পড়ুন - তিন গুণ কম দামে ফাইনালের টিকিট বিক্রি করছেন ভারতীয়রা ! সঙ্গে বিয়ার ফ্রি
একাধিক ফুটবল পন্ডিত জার্মানি, বেলজিয়ামকেও কাপ জয়ের দাবিদার হিসেবে মানলেও পেলে মনে করেন এবার তার প্রিয় ব্রাজিল বিশ্বকাপ জিতবে। নেইমারের হাতেই উঠবে ট্রফি। আর সেটা হলে যে সেলেকাওরা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে রেকর্ড গড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। 'ফুটবল সম্রাট' পেলে ইনস্টাগ্রামে দলকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Pelé (@pele)

advertisement
ব্রাজিলের এই হলুদ জার্সিই তার কাছে সবকিছু। পেলে মনে করেন শুধু নেইমার নয়, রড্রিগো, ভিনিসিয়াস, লুকাসদের মত আক্রমনাত্মক ফুটবলাররা ব্রাজিলের সম্পদ। মন থেকে বিশ্বাস করেন নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে ব্রাজিলকে আটকানোর মতো কেউ নেই এই বিশ্বকাপে। ব্রাজিলের প্রত্যেকটি ম্যাচ মন দিয়ে দেখবেন পেলে। একটা কমপ্লিট দল তৈরি করার জন্য কোচ তিতের কৃতিত্ব বিরাট মনে করেন পেলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মৃত্যুর আগে শেষবার ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চান পেলে! নেইমারকে দিলেন ভালোবাসা
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement