ষাট বছর ধরে পেলের চুল কেটেছেন, এই ভদ্রলোককে 'দিদি' বলে ডাকতেন কিংবদন্তি
- Published by:Suman Majumder
Last Updated:
Pele barbar: পেলে যখন পেলে হননি, তখন থেকে তাঁর চুল কাটেন এই ভদ্রলোক।
#সাও পাওলো: একটা-দুটো দিন নয়, তাঁর সঙ্গে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে সম্পর্ক ৬০ বছরের বেশি সময় ধরে। পেলে প্রয়াত হয়েছেন। পেলের মতো কিংবদন্তিরা অবশ্য ভক্তদের মনে থেকে যাবেন আজীবন। আর তাঁর অসংখ্য ভক্তের মধ্যে একজন জোয়াও আরাউজো।
সাও পাওলোর একটি সেলুনের মালিক এই ভদ্রলোক। তিনি ৬০ বছরের বেশি সময় ধরে পেলের হেয়ার স্টাইলিস্ট ছিলেন। কিংবদন্তি পেলে ভালবেসে তাঁর নাম দিয়েছিলেন ‘দিদি’। পেলের থেকে বয়সে ২ বছর বড় এই ভদ্রলোক। পেলের সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল বন্ধুর মতো।
আরও পড়ুন- চেয়ারম্যানের পদ নেননি! সেই আইপিএলে সৌরভ আবার ফিরছেন কলার তুলে
পেলের প্রয়াণে সাও পাওলো এখনও শোকের ছায়ায়। পেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলির স্মৃতিচারণ করছেন আরাউজো। নিজের দোকানের সামনে পেলের জার্সি পরে বসে থাকেন তিনি। আরাউজো বলছিলেন, অন্তত এক হাজার বার ওর চুল কেটেছি। পেলেকে শুধুমাত্র সাও পাওলো হারায়নি। পেলেকে হারিয়ে ফেলেছে গোটা বিশ্ব। আমি আমার বন্ধুকে হারিয়েছি।
advertisement
advertisement
৬৬ বছর আগে পেলের সঙ্গে তাঁর বন্ধুত্বের শুরু। পেলের বয়স তখন ১৬। পেলে তখন সবে স্যান্তোসে খেলার সুযোগ পেয়েছেন। আরাউজো সেই সময় স্যান্তোসের সমর্থক। আরাউজো বলছিলেন, ও তখনও পেলে হয়ে ওঠেনি। সেই সময় থেকে আমার কাছে আসত ও। জানতাম ও ভাল ফুটবলার। তবে ও যে ফুটবল সম্রাট হবে সেটা আমরা কেউ আন্দাজ করতে পারিনি।
advertisement
মৃত্যুর আগে পর্যন্ত পেলের চুল কেটে দিয়েছেন আরাউজো। পেলে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। পুরনো দিনের আড্ডা, গল্প সবই এখন অতীত। পেলেক ভীষণ মিস করেন আরাউজো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 7:20 PM IST