কলকাতার উপর পূর্ণ আস্থা রয়েছে পাক নিরাপত্তা কর্তাদের
Last Updated:
পাক প্রতিনিধি দলের প্রধান আজম খানও বলেন, ‘‘কলকাতা সব থেকে নিরাপদ জায়গা। আমি ধর্মশালার স্টেডিয়াম দেখেছি। ওদের ভিআইপিদের বেরনোর রাস্তাটা খুব চাপা। যেটা একদমই নিরাপদ নয়।এছাড়া হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সরাসরি বলে দেন যে তাঁর সরকার পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারবে না ৷ এই অবস্থায় ওখানে খেলা সম্ভব ছিল না ৷’’
#নয়াদিল্লি : নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ক’দিন আগেই ভারতে এসেছিলেন আজম খানের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিকিউরিটি সদস্যের দল ৷ সেখানে শুধুমাত্র হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর কথাতেই নয় ৷ ধরমশালার মাঠের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেও খুশি হতে পারেনি পাক পর্যবেক্ষকদের দল ৷ শেষপর্যন্ত তাই কলকাতার ইডেন গার্ডেন্সকেই ভারত-পাক ম্যাচের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয় ৷ পাক প্রতিনিধি দলের প্রধান আজম খানও বলেন, ‘‘কলকাতা সব থেকে নিরাপদ জায়গা। আমি ধর্মশালার স্টেডিয়াম দেখেছি। ওদের ভিআইপিদের বেরনোর রাস্তাটা খুব চাপা। যেটা একদমই নিরাপদ নয়।এছাড়া হিমাচলের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সরাসরি বলে দেন যে তাঁর সরকার পাকিস্তান ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারবে না ৷ এই অবস্থায় ওখানে খেলা সম্ভব ছিল না ৷’’ ধরমশালা থেকে ম্যাচ ইডেনে সরাতে এখন স্বস্তিতে পাকিস্তান ৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে না পারায় কিছুটা হলেও অসন্তুষ্ট পাক নিরাপত্তা দলের প্রধান আজম খান ৷ তিনি বলেন, ‘‘এটা অরুণ জেটলির ক্রিকেট হয়তো সেই জন্যই রাজনাথ সিংহ দেখা করতে চাননি। পাকিস্তান এই ঘটনায় যথেষ্ট হতাশ।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2016 8:59 AM IST