IPL 2024 RR vs PBKS: টানা চার ম্যাচ হার! পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফের আগে চাপে রাজস্থান

Last Updated:

IPL 2024: এই ম্যাচ জয়ের ফলে লিগ টেবিলে ৯ নম্বরে উঠে এল পঞ্জাব। অন্য দিকে টানা চার ম্যাচ হেরে ২ নম্বরেই রইল রাজস্থান। রাজস্থান শেষ ম্যাচ খেলবে কলকাতার সঙ্গে, সেই ম্যাচ জিতলে তবেই প্রথম দুইয়ে জায়গা পাকা হবে তাদের।

পঞ্জাবের জয়।
পঞ্জাবের জয়।
গুয়াহাটি: কলকাতার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে নামার আগে চাপে রাজস্থান। টানা চার ম্যাচে হার, প্লে-অফ অনিশ্চিত হলেও প্রথম দুইয়ে শেষ করতে পারবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লিগ টেবিলের সবার শেষে থাকা পঞ্জাবের বিরুদ্ধে ৫ উইকেটে হার হজম করতে হল রাজস্থানকে।
বুধবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান করে রাজস্থান। আরআর-এর হয়ে সর্বোচ্চ রান করেন রিয়ান পরাগ। তার ৩৪ বলে ৪৮ রানের পরে ১৯ বলে ২৮ করে আউট হন রবিচন্দ্রণ অশ্বিন। পঞ্জাবের হয়ে স্যাম কারেন, রাহুল চাহার এবং হর্ষল প্যাটেল ২টি করে উইকেট নেন।
advertisement
advertisement
পরে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারেই মাত্র ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব কিংস। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান ৪১ বলে ৬৩ করে অপরাজিত থাকেন স্যাম কারান, এছাড়া ১৩ বলে ২২ করেন রাইলি রুশো।
advertisement
এই ম্যাচ জয়ের ফলে লিগ টেবিলে ৯ নম্বরে উঠে এল পঞ্জাব। অন্য দিকে টানা চার ম্যাচ হেরে ২ নম্বরেই রইল রাজস্থান। রাজস্থান শেষ ম্যাচ খেলবে কলকাতার সঙ্গে, সেই ম্যাচ জিতলে তবেই প্রথম দুইয়ে জায়গা পাকা হবে তাদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 RR vs PBKS: টানা চার ম্যাচ হার! পঞ্জাবের বিরুদ্ধে হেরে প্লে-অফের আগে চাপে রাজস্থান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement