CSK vs MI: ধোনির ডেরায় অল্প রানে গুটিয়ে গেল মুম্বই, একা কুম্ভ হয়ে লড়াই তরুণ নেহালের

Last Updated:
চেন্নাই এর বিরুদ্ধে লড়াকু ইনিংস খেললেন নেহাল
চেন্নাই এর বিরুদ্ধে লড়াকু ইনিংস খেললেন নেহাল
মুম্বই ইন্ডিয়ান্স – ১৩৯/৮
চেন্নাই: মুম্বই ধীরে ধীরে ছন্দে ফিরছিল। শুরুতে আগোছালো দেখাচ্ছিল তাদের। কিন্তু তা কাটিয়ে উঠেছে তারা। শেষ দুই ম্যাচেই জিতে আত্মবিশ্বাসের তুঙ্গেও ছিলেন রোহিতরা। ৯ ম্যাচে তাদের সংগ্রহে ছিল ১০ পয়েন্ট। বড় রান তাড়া করার ক্ষমতা দেখিয়েছেন ব্যাটাররা। ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ফিরেছেন মেজাজে। ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, টিম ডেভিডরাও অবদান রাখছেন। চিপকে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ধোনি।
advertisement
তার সিদ্ধান্ত কতটা ঠিক ছিল সেটা বোঝা গেল প্রথম থেকেই। গ্রিন (৬), ঈশান (৭), রোহিত শর্মা (০) ফিরে গেলেন শুরুতেই। ১৬ রানে তিন উইকেট হারিয়ে জঘন্য অবস্থা ছিল মুম্বইয়ের। সেখান থেকে সূর্য কুমার এবং ওয়াধেরা মিলে ৫৫ রানের পার্টনারশিপ তৈরি করলেন। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে কাট করতে গিয়ে বোল্ড হলেন সূর্য (২৬)। পাঁচবারের আইপিএলজয়ী বনাম চারবারের চ্যাম্পিয়ন!
advertisement
advertisement
শনিবার চিপকে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। যা রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি, আইপিএলের সফলতম দুই অধিনায়কের টক্কর হিসেবেও চিহ্নিত করা হচ্ছিল। ১০ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১১। তবে শেষ তিনটি ম্যাচে জেতেনি ধোনির দল। দুটোতে হেরেছে তারা। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে একটি ম্যাচে।
স্বাভাবিকভাবেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া হলুদ ব্রিগেড। তবে চিপকে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। চার বছর আগে, ২০১৯ সালে শেষবার এই মাঠে ইন্ডিয়ান্সদের সঙ্গে খেলেছিল তারা। এই মাঠে শেষ দুই সাক্ষাতেই নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি হারিয়েছে চেন্নাইকে।
advertisement
চলতি আসরের প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবশ্য সিএসকে ৭ উইকেটে বশ মানিয়েছিল এমআই’কে। ওয়াধেরা একটা দিক ধরে রইলেন। ৫০ পূর্ণ করলেন। ৬৪ করে পথিরণার বলে বোল্ড হলেন নেহাল। টিম ডেভিড (২) সম্পূর্ণ ব্যর্থ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs MI: ধোনির ডেরায় অল্প রানে গুটিয়ে গেল মুম্বই, একা কুম্ভ হয়ে লড়াই তরুণ নেহালের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement