Pat Cummins ruled out of IPL 2022 : আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স, বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স

Last Updated:
আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স৷ Photo-PTI
আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স৷ Photo-PTI
#কলকাতা: প্লে অফের টিকিট পেতে গেলে গ্রুপ পর্যায়ের বাকি সবকটি ম্যাচেই জয় পাওয়া জরুরি৷ এই পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স শিবির৷ চোটের কারণে এবারের মতো আইপিএল থেকেই ছিটকে গেলেন জোরে বোলার প্যাট কামিন্স৷
কোমরের নীচে চোটের চিকিৎসা করাতে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার৷ ফলে কামিন্সকে বাদ দিয়েই আইপিএল-এর বাকি ম্যাচগুলির পরিকল্পনা সারতে হবে কেকেআর শিবিরকে৷
advertisement
মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচেও বল হাতে আগুন ঝরিয়েছিলেন কামিন্স৷ শুধু বোলিং নয়, তাঁর ব্যাটের হাতও এবারের আইপিএল-এ কেকেআর শিবিরকে ভরসা দিয়েছিল৷ মুম্বাইকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকেছিল কেকেআর৷ কিন্তু কামিন্সকে বাদ দিয়ে এখন উমেশ যাদব, টিম সাউদিদের উপরই ভরসা করতে হবে নাইট শিবিরকে৷
advertisement
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি৷ তবে প্লে অফে উঠলেও কামিন্সকে যে কেকেআর পাবে না, তা নিশ্চিত৷ আগামী শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর৷
এ বারের আইপিএলে কেকেআর-এর হয়ে পাঁচটি ম্যাচে মাঠে নামেন কামিন্স৷ মোট সাত উইকেট তুলে নেন তিনি৷ এর মধ্যে শেষ মুম্বাই ম্যাচে ২২ রানে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নেন তিনি৷ প্রথম পর্বের খেলায় এই মুম্বাইয়ের বিরুদ্ধেই আইপিএল-এর ইতিহাসে যুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডও এবারেই গড়েন কামিন্স৷
advertisement
আইপিএল-এর গ্রুপ পর্যায়ে আর দু'টি খেলা বাকি কেকেআর-এর৷ শনিবার হায়দ্রাবাদের পরে আগামী বুধবার লখনউ সুপার জায়ান্টস-এর মুখোমুখি হবে শাহরুখ খানের দল৷
আইপিএল খেলতে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেন কামিন্স৷ বরাবরই চোট ভুগিয়েছে তাঁকে৷ আগামী কয়েক মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ সহ ঠাসা ক্রীড়াসূচি রয়েছে অস্ট্রেলিয়ারও৷ ফলে ঝুঁকি না নিয়েই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pat Cummins ruled out of IPL 2022 : আইপিএল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স, বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement