IND vs AUS: ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে বিশ্বরেকর্ড প্যাট কামিন্সের, পিছনে ফেললেন সকলকে

Last Updated:

Pat Cummins: রবিবার সিডনিতে ভারতকে হারিয়ে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলাই নয়, এমন এক রেকর্ড গড়লেন প্যাট কামিন্স যা বিশ্বে কারও নেই।

News18
News18
সিডনি: রবিবার সিডনিতে ভারতকে হারিয়ে অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলাই নয়, এমন এক রেকর্ড গড়লেন প্যাট কামিন্স যা বিশ্বে কারও নেই। প্রথম বোলার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
সিডনিতে ভারতীয় ব্যাটাক ওয়াশিংটন সুন্দরের উইকেট নিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন প্যাট কামিন্স। কামিন্স সুন্দরকে ৩৯ তম ওভারের চতুর্থ বলে ক্লিন বোল্ড করেন। এই তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছেন আরও এক অস্ট্রেলিয়ার প্লেয়ার। ১৯৬ উইকেট নিয়ে দ্বিতীয় ন্যাথান লায়ন। ১৯৫ উইকেট নিয়ে তৃতীয় বর্ডার-গাভাসকর সিরিজেই অবসর নেওয়া ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
প্রসঙ্গত, ভরতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন প্যাট কামিন্স। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সংস্করণের ১৭ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন কামিন্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্যাট কামিন্স।
advertisement
advertisement
প্রসঙ্গত, সিডনি টেস্টে প্রথম ব্যাট করে ১৮৫ রান করে ভারতীয় দল। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৮১ রানে। ৪ রানের লিড পেলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ভারতের দ্বিতীয় ইনিংস ১৫৭ রানে শেষ হয়। ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ব্যাগি গ্রিনরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে বিশ্বরেকর্ড প্যাট কামিন্সের, পিছনে ফেললেন সকলকে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement