#হায়দরাবাদ: রিও অলিম্পিকে সিন্ধুর অভাবনীয় সাফল্যের পর গোটা দেশেই জয়জয়কার হায়দরাবাদি শাটলারের ৷ এই সাফল্যের অনেকাংশেই অংশীদার সিন্ধুর কোচ এবং প্রাক্তন ভারতীয় শাটলার পুল্লেলা গোপীচাঁদ ৷ হায়দরাবাদে তাঁর অ্যাকাডেমি থেকে বছরের পর বছর দুর্দান্ত সব শাটলাররা উঠে এসেছেন ৷ কিন্তু এই ভাল সময়েও একটা খারাপ খবর ৷ সেটা হল গোপীর অ্যাকাডেমি হঠাৎ ছেড়ে দিলেন পারুপল্লি কাশ্যপ !
রিওর মাসখানেক আগে জার্মান কাপে খেলার সময়ে হাঁটুতে চোট পান কাশ্যপ। ধাক্কা খায় তাঁর অলিম্পিক স্বপ্ন। চোটের জন্য মালয়েশিয়া সুপার সিরিজ এবং সিঙ্গাপুর ওপেনেও খেলতে পারেননি গ্লাসগো কমনওয়েলথ গেমসের এই সোনাজয়ী শাটলার। গোপীর হায়দরাবাদের অ্যাকাডেমি ছেড়ে বেঙ্গালুরুতে বিখ্যাত কোচ টম জনের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। ২০১৪ সালে অলিম্পিক্সে ভারতের প্রথম পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল গোপীর অ্যাকাডেমি ছাড়ার সিদ্ধান্ত নেন। তাঁর দেখানো পথেই এ বার গোপী-সঙ্গ ছাড়লেন কাশ্যপ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Academy, Badminton, Gopichand, Hyderabad, Parupalli Kashyap