Paris Olympics 2024: রঙে-রসে-বর্ণ বৈচিত্র্য রঙিন প্যারিস, স্যেন নদীতে ভারতের পতাকা হাতে সিন্ধু-শরৎরা, শুরু অলিম্পিক্স

Last Updated:

Paris Olympics 2024: বিগেস্ট শো অন দ্য আর্থ- উদ্বোধন হল অলিম্পিক গেমসের...

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটরা- Photo Courtesy- The Olympic Games/ X account
প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটরা- Photo Courtesy- The Olympic Games/ X account
প্যারিস: পরতে পরতে নতুনত্ব তার সঙ্গে প্রাচীন ঐতিহ্যের চমৎকার মিশেলে প্যারিসে জমে উঠল অলিম্পিক্স ২০২৪-র উদ্বোধনী অনুষ্ঠান৷ তারকা পারফরমারদের পারফরম্যান্স, বিভিন্ন দেশের অ্যাথলিটদের স্যেন নদীর উপর দিয়ে দেশের পতাকা বয়ে নিয়ে যাওয়ার প্যারেড সবদিয়েই প্রথম দিন বুঝিয়ে দিল এবারের প্যারিস অলিম্পিক্স আরও একবার বিশ্বকে কাঁপাতে তৈরি৷
এদিন জিনেদিনে জিদানের হাত থেকে অলিম্পিক গেমসের পূতাগ্নি নিয়ে নেন এক অজানা মানুষ ৷ রহস্যে মোড়া মুখোশে মুখ ঢেকে তিনি বয়ে নিয়ে যান আগুন যা গেমসের কয়েকদিন নিরন্তর জ্বলবে৷
advertisement
advertisement
সেলিন ডিওন, লেডি গাগা, আয়া নাকামুরা এবং গোজিরা, অলিম্পিকে পারফর্ম করা প্রথম হেভি মেটাল ব্যান্ড, সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন৷
advertisement
কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর  প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শিল্পীদের পরিচয় প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
আগে গুঞ্জন ছিল এবং এখন ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েন দ্বারা নিশ্চিত করা হয়েছে, সেলিন ডিওন, লেডি গাগা এবং আয়া নাকামুরা পারফর্ম করবেন, ডিওন এবং গাগা এডিথ পিয়াফের (‘লা ভিয়ে এন রোজ’ হতে প্রত্যাশিত) একটি গানের সঙ্গে ডুয়েটিং করবেন, যখন নাকামুরা করবেন রিপাবলিকান গার্ডের সঙ্গে একটি চার্লস আজনাভোর ক্লাসিক পারফর্ম করা।
advertisement
সেইরকমই প্রতি সেলিব্রিটি পারফরমার নিজেদের পারফরম্যান্স তুলে দেন নদীর ধারের খোলা অংশে৷
ভারতের হয়ে এদিন দেশের জাতীয় পতাকা বহন করেন পিভি সিন্ধু ও শরৎ কমল৷ নদীবক্ষে ভারতীয় অ্যাথলিটদের প্যারেডে অ্যাথলিটরা সকলেই ট্র্যাডিশানাল ভারতীয় পোশাক পরেছিলেন৷
advertisement
প্রথম দিনের অলিম্পিক গেমসেই ভারতীয় অ্যাথলিটরা একাধিক ইভেন্টে অংশ নিচ্ছেন৷ এর মধ্যে রয়েছে রোয়িং, শ্যুটিং, টেনিস, টেবল টেনিস, হকি, বক্সিং৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: রঙে-রসে-বর্ণ বৈচিত্র্য রঙিন প্যারিস, স্যেন নদীতে ভারতের পতাকা হাতে সিন্ধু-শরৎরা, শুরু অলিম্পিক্স
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement