Paris Olympics 2024: ফের প্যারিসে উড়ল তিরঙ্গা, ২০০৮ থেকে শুরু ধারা বজায় রেখে কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন অমন শেরাওয়াত

Last Updated:

Paris Olympics 2024: পদক তালিকায় ভারতের মোট পদকের সংখ্যা এই মুহূর্তে ৬

ব্রোঞ্জ জিতলেন অমন শেরাওয়াত
ব্রোঞ্জ জিতলেন অমন শেরাওয়াত
কলকাতা: ফের ভারতে এল আরও একটি পদক৷ ভিনেশ ফোগটের হাত ধরে পদক আসার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সে দুঃখের কথা এখন থাক৷ পুরুষদের কুস্তিগিরদের মধ্যে থেকে অমন শেরায়তও দেশকে এনে দিলেন এই কুস্তিগির৷ পুয়ের্তো রিকো-র প্রতিপক্ষ দারিয়ান ক্রুজকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে জিতে গেলেন তিনি৷
এদিনের ব্রোঞ্জ মেডেলের ম্যাচে ১২- ৫ জিতলেন তিনি৷ এক সময় ম্যাচ হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছে গিয়েছিল৷ কিন্তু ৫৭ কেজি বিভাগে জিতে ভারতে পঞ্চম ব্রোঞ্জ এবং দেশকে ষষ্ঠ পদক এনে দিলেন তিনি৷
advertisement
advertisement
এর আগে ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত প্যারিস অলিম্পিক ২০২৪-এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবকারভকে হারিয়েছিলেন তিনি।
ভারতের আংশু মালিকও বৃহস্পতিবারই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু প্রথম ম্যাচেই হারতে হয় তাঁকে। আমেরিকার হেলেন মেরুলিসের কাছে পরাজিত হন আংশু মালিক।
সেমিফাইনাল জাপানের আর হিগুচি-র কাছে ১০ -০ হেরে যান৷ সেই ম্যাচে হেরে তিনি সোনা-রুপোর দৌড় থেকে হারিয়ে গিয়েছিলেন৷ কিন্তু ব্রোঞ্জ ম্যাচে ফের লড়াকু অমন শেরায়ত ম্যাচে দাপট দেখিয়ে ম্যাচ জিতে যান৷
advertisement
তাঁর এদিনের জয়ের ফলে ২০০৮ সাল থেকে টানা প্রতিটা অলিম্পিক্সে ভারত কুস্তি থেকে পদক নিয়ে এসেছে৷ অমন শেরায়ত নিজের ক্যাটাগরির ম্যাচ জিতে সেই ধারা বজায় রাখলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: ফের প্যারিসে উড়ল তিরঙ্গা, ২০০৮ থেকে শুরু ধারা বজায় রেখে কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন অমন শেরাওয়াত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement