Asia Cup : 'ইনশাল্লাহ্, এবার ভারতকে পেলে...!' পাকিস্তানি রউফের হুমকি, অতীত ভুলে গেল পাকিস্তান?

Last Updated:

Asia Cup India vs Pakistan- ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ হবে এবার। রয়েছে দুটি গ্রুপ।

News18
News18
কলকাতা : পাকিস্তানি ক্রিকেটারদের স্মৃতিশক্তি কি সত্যিই এতটা খারাপ! কিছুই মনে রাখতে পারেন না তাঁরা! না হলে অতীত ভুলে এমন হুমকি কেউ দিতে পারে!
১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ হবে এবার। রয়েছে দুটি গ্রুপ। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ পর্বের পর সুপার চারেও দু’বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। অবার সেরকম পরিস্থিতি হলে ফাইনালেও মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
advertisement
এদিকে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি রেসার হ্যারিস রউফ। তাও এশিয়া কাপে ভারতের রেকর্ড ভুলে! ভাইরাল এক ভিডিও। হ্যারিসকে প্রশ্ন করা হয়, “ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচ খেলবে পাকিস্তান। ফলাফল কী হতে পারে?” রউফ বলেছেন, “ইনশাল্লাহ, এবারও দুটো ম্যাচেই আমরা জিতব। ভারতকে হারাব”
advertisement
আরও পড়ুন- Sourav Ganguly: ক্রিকেটে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হয়ে গেল বড় ঘোষণা, নতুন ইনিংস মহারাজের
চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ, যে কোনও বড় মঞ্চে সম্প্রতি ভারতের সামনে পড়লেই ল্যাজে-গোবরে অবস্থা হয় পাকিস্তানের। ২০২৩ ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ২২৮ রানের বিরাট ব্যবধানে জিতেছিল ভারত। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। রউফ খেলেছিলেন সেই ম্যাচে। তবে বিরাট কোহলির তাণ্ডবের সামনে পড়ে অসহায় আত্মসমর্পণ করেছিলেন। সেসব কথা বেলামুল ভুলে গেলেন পাক পেসার!
advertisement
২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও কি ভুলে গেলেন তিনি! ওই ম্যাচের ১৯তম ওভারে রউফকে পরপর দুটি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচ জেতে ভারত। সবই কি ভুলে গিয়েছেন রউফ?
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup : 'ইনশাল্লাহ্, এবার ভারতকে পেলে...!' পাকিস্তানি রউফের হুমকি, অতীত ভুলে গেল পাকিস্তান?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement