পাকিস্তানি ক্রিকেটারদের নো এন্ট্রি! আইপিএলের পথেই হাঁটল দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাতের লিগ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Pakistani cricketers are not allowed by Indian franchise owners in South Africa and UAE. পাকিস্তানি ক্রিকেটারদের নো এন্ট্রি! আইপিএলের পথেই হাঁটল দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত লিগ
#দুবাই: সারা বিশ্বে বেড়ে চলেছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দাপট। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার নির্ভয় থাকতে পারছে না। আইপিএল ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের টুর্নামেন্টে ভারতীয় বিনিয়োগের উপস্থিতি বাড়ছে। দল কিনছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকেরা। আর সেই দলগুলাতে পাকিস্তানের ক্রিকেটার বলতে গেলে নেওয়াই হচ্ছে না।
আরও পড়ুন - ওয়াসিম আক্রমের প্রশংসা বাড়িয়েছে সাহস! মাটিতেই পা তরুণ অর্শদীপের
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়। এই নিলামে পাকিস্তানের একজন ক্রিকেটারকেও নেওয়া হয়নি। নতুন শুরু হতে যাওয়া অংশগ্রহণকারী ৬ দলের প্রতিটিরই মালিকানা আইপিএল ফ্রাঞ্চাইজির মালিকদের। সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি নামের আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
advertisement
এখানে ছয়টি দলের মধ্যে পাঁচটিরই মালিকানা ভারতীয়দের। এই লিগে দল পেয়েছেন শুধু পাকিস্তানের আজম খান। তবে সেটিও যুক্তরাষ্ট্রের মালিকানার দল ডেজার্ট ভাইপারে। এ নিয়ে চিন্তিত পিসিবি বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছে।
advertisement
Australia makes its first tour to Pakistan in 24 years and the PCB says thanks by banning players from the BBL. Australians play in the PSL — PCB to deny NOC to Pakistani players for BBL, no clarity on new ILT20 or CSA leaguehttps://t.co/0nYpJaRSkt
— Malcolm Conn (@malcolmconn) August 3, 2022
advertisement
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা পাকিস্তানিদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়ার বিষয়ে অন্যান্য বোর্ডপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। ভারত ইচ্ছে করেই পাকিস্তানি ক্রিকেটারদের ব্রাত্য করে দিয়েছে বিশ্বাস করে পিসিবি। আসলে ভারতীয় বোর্ডের প্রভাব ক্রিকেট বিশ্বে পাকিস্তানের তুলনায় অনেক বেশি।
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত ক্রিকেট বোর্ড বিসিসিআইকে চটিয়ে দিয়ে সিদ্ধান্ত নিতে চায় না। তাই পাকিস্তান চেয়ারম্যান রামিজ রাজা কী ভাবলেন তাতে তাদের বেশি কিছু আসে যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ফ্রাঞ্চাইজি মালিক জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার নেওয়ার বিবেচনা তারা করতেই পারেননি।
advertisement
কারণ বাবর, রিজওয়ান, রউফরা যোগ্য হলেও তাদের দলে নেওয়া মানে ভারতীয় সমর্থকদের আঘাত দেওয়া। তাছাড়া পিসিবি তাদের ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি করেছে। তাছাড়া ভারত সরকার ব্যাপারটা ঠিক চোখে নাও দেখতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 2:16 PM IST