CWC 2019: পাক-আফগান ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন, ঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ফল হত অন্য

Last Updated:
#হেডিংলে: আফগান বোলারদের দাপট রুখে মরণবাঁচন ম্যাচে জয় ছিনিয়ে নিল পাকিস্তান ৷ একইসঙ্গে আটকে দিল বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় ৷ বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে এখনও আশা বেঁচে রইল সরফরাজ বাহিনীর কাছে ৷ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইমাদ ওয়াসিমের ৪৯ রানের দুরন্ত ইনিংস ৷ আর এই ম্যাচেই উঠল আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ৷ দাবি, ভুল আম্পায়ারিংয়ের খেসারত দিল আফগানিস্তান ৷
টান টান উত্তেজনার ম্যাচে পাক বাহিনীর দুরন্ত বিজয়ে খানিক চোনা ফেলে দিল ভুল আম্পায়রিংয়ের তথ্য ৷ ম্যাচের চুল চেরা বিশ্লেষণে ক্রিকেট বিশেষজ্ঞ থেক ভক্ত অনেকেরই দাবি, আম্পায়রের সিদ্ধান্ত বদলে দিয়েছে পাকিস্তানের ভাগ্য ৷ রোমহর্ষক উত্তেজনার ম্যাচে উইকেটের সামনে রশিদ খানের বলে উইকেটের সামনে ইমাদের পা থাকলেও আউট দেননি আম্পায়র ৷ এই সিদ্ধান্তই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য ৷
advertisement
কারণ, এক সময় আস্কিং রেট ১০ এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ সেসমসয় নইবে ওভারেই ব্যাটে ঝড় তোলেন ইমাদ ওয়াসিম ৷ এক ওভারে ওঠে ১৮ রান ৷ ইমাদের জন্য রশিদের আপিলে আম্পায়র আঙুল তুললে লিবসে ৪৯ রানের অপরাজিত ইনিংসটা খেলা হত না ইমাদ ওয়াসিমের ৷ ফলে পাকিস্তানের ভাগ্যেও কার্যত বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় বার্তা লেখা হয়ে যেত ৷ কিন্তু ওই যে নইবের ওই একটি ওভারের বোলিং ও আম্পায়রের সিদ্ধান্তে জীবন ফিরে পাওয়া ওয়াসিম আফগানদের হাত থেকে ছিনিয়ে নিল জয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: পাক-আফগান ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন, ঠিক সিদ্ধান্ত নেওয়া হলে ফল হত অন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement