Imran Khan | India-Pakistan: ‘এখন আলোচনার জন্য ভালো সময় নয়...’ পাকিস্তানের জয়ের পর ভারতকে কটাক্ষ ইমরানের

Last Updated:

Imran Khan talks about improving ties with India: ইমরান বলেন, রবিবার পাকিস্তান যে ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে দিয়েছে ভারতকে, তার পরে দু’দেশের আলোচনার জন্য এটা মোটেও ভাল সময় নয়।

File Photo
File Photo
ইসলামাবাদ: ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই লক্ষ্য ৷ তবে এই সব আলোচনা করার এখন সঠিক সময় নয় ৷ ভারতকে পাল্টা কটাক্ষ করতেও ছাড়লেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ কারণ অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) পাকিস্তানের কাছে ভারতের হার ৷
ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চিনের সম্পর্ক অত্যন্ত ভালো ৷ এবার ভারতের (India-Pakistan Relation) সঙ্গেও সম্পর্ক মসৃণ করা একান্তই প্রয়োজনীয় হয়ে উঠেছে ৷ তবে রবিবার পাকিস্তান যে ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হারিয়ে দিয়েছে ভারতকে, তার পরে দু’দেশের আলোচনার জন্য এটা মোটেও ভাল সময় নয়।
advertisement
advertisement
রবিবার ম্যাচের দিন সপারিষদ বসেছিলেন তিনি। গোটা ম্যাচ দেখেছিলেন। তাঁর সঙ্গে বসে খেলা দেখেন অনেকেই। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সঙ্গী। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয় বলে কথা। এমন জয় তিনি তাড়িয়ে উপভোগ করলেন।  ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১০ উইকেটে জিতেছে। টি-২০ বিশ্বকাপ তো দূর, কোনও টুর্নামেন্টেই ভারতের বিরুদ্ধে এত বড় জয় এর আগে পায়নি পাকিস্তান। তাই এত বড় জয়ের সাক্ষী থাকতে পেরে আনন্দে আত্মহারা পাকিস্তানের প্রধানমন্ত্রী।
advertisement
ইমরান খান  টুইটারে পাকিস্তানের জয়ের পরে লিখেছিলেন, ‘‘বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে অনেক শুভেচ্ছা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিল বাবর। রিজওয়ান ও শাহিন আফ্রিদির কথাও আলাদা করে বলব। দেশ তোমাদের জন্য আজ গর্বিত।’’
ইমরানের অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি উঠে এসেছে শাহিন আফ্রিদির নামও। লোকেশ রাহুলের মিডল স্টাম্প নড়িয়ে দেওয়াই হোক বা রোহিত শর্মাকে ইনস্যুইংয়ে জব্দ করা— সবই করেছেন বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। রিজওয়ান এবং শাহিনের দুর্দান্ত পারফরম্যান্সের উল্লেখ করতে তাই ভোলেননি ইমরান। লিখেছেন, ‘দেশ তোমাদের সকলের জন্য গর্বিত!’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Imran Khan | India-Pakistan: ‘এখন আলোচনার জন্য ভালো সময় নয়...’ পাকিস্তানের জয়ের পর ভারতকে কটাক্ষ ইমরানের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement