সূর্য কুমার একা নয়, সমগ্র ভারতীয় ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তায় পাক অধিনায়ক বাবর

Last Updated:

Pakistan need to think not only about Surya Kumar but entire Indian batting line up says Babar. সূর্য কুমার একা নয়, সমগ্র ভারতীয় ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তায় পাক অধিনায়ক বাবর

সূর্য নিয়ে এবার মুখ খুললেন বাবর আজম
সূর্য নিয়ে এবার মুখ খুললেন বাবর আজম
#ক্রাইস্টচার্চ: প্রতিভার তুলনায় তার সঙ্গে কিছুটা অন্যায় হয়েছে। আরও অন্তত দু'বছর আগে ভারতীয় সিনিয়র দলে আসার যোগ্যতা ছিল তার। সূর্য কুমার যাদব সম্পর্কে এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান দিলীপ বেঙ্গসরকার। তবে জাতীয় দলে আসার পর থেকে সূর্য কুমার দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় ব্যাটসম্যান।
আরও পড়ুন - লজ্জার চূড়ান্ত নিদর্শন! ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন বাংলা দলকে ফিরতে হল ট্রেনে
ধারাবাহিকতার বিচারে ভারতের তো বটেই, এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা তিনি। পেস হোক বা স্পিন, সূর্য কুমার সব ক্ষেত্রেই দক্ষ। টি-টোয়েন্টিতে আইসিসি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের জন্য ত্রিমুখী লড়াই চলছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দীর্ঘ দিন ধরে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন।
advertisement
আর ১০০ দিনের বেশি সময় ধরেই এই জায়গার মালিক হয়েছিলেন পাক অধিনায়ক। এখন তাঁর সতীর্থ এবং ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান সেই সিংহাসনে বিরাজ করছেন। তবে পাকিস্তানের দুই তারকা ব্যাটারকে কিন্তু রীতিমতো চাপে রেখেছেন সূর্যকুমার যাদব। বাবর জানিয়েছেন সূর্য কুমার অবশ্যই বড় ব্যাট। ফর্মে আছেন। কিন্তু তিনি ছাড়াও ভারতের বিরাট, রোহিত এবং হার্দিক পান্ডিয়া নিজেদের দিনে ম্যাচের রং বদলে দিতে পারেন।
advertisement
advertisement
advertisement
তাই শুধুমাত্র সূর্য কুমারকে নিয়ে চিন্তিত নয় পাকিস্তান। পুরো ভারতীয় ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে প্ল্যান রয়েছে তাদের। ক্রাইস্টচার্চে চলতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুরন্ত জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাবরের থেকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানের লড়াই নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল।
বাবর স্বীকার করেছেন যে, ব্যক্তিগত স্তরে একজন ক্রিকেটারের জন্য র‍্যাঙ্কিং বড় উৎসাহের কাজ করে। এবং শীর্ষস্থানটি বেশির ভাগ ব্যাটারদের জন্য প্রায় স্বপ্নের মতো। তবে দলের জন্য ম্যাচ জেতার দিকে ফোকাস থাকে। গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করার পর রিজওয়ানকেও একই প্রশ্ন করা হয়েছিল।
advertisement
তিনি বলেছিলেন, সূর্যকুমার যাদব খুব ভালো প্লেয়ার। যে ভাবে ও খেলে, আমার সেটা খুবই পছন্দ। তবে বিষয়টা হল মিডল অর্ডার আর ওপেনিং এক নয়। কোনও দিন এক নম্বর হওয়ার জন্য খেলিনি। দলের যা প্রত্যশা সেটাই পূর্ণ করতে চাই।
এক নম্বর বা ম্যাচের সেরা হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি এসব নিয়ে ভাবিই না। সূর্য কুমার নিজেও খুব একটা কথা বলতে রাজি নন নিজের দুরন্ত ছন্দ নিয়ে। বরং মুখে কম, ব্যাটে বেশি কথা বলতে চান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সূর্য কুমার একা নয়, সমগ্র ভারতীয় ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তায় পাক অধিনায়ক বাবর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement