শাহিনের বিরুদ্ধে ভারতের স্ট্রাটেজি হোক পাল্টা মার! কোহলিদের নতুন ফর্মুলা দিলেন গম্ভীর
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir find out a formula for Indian batsman to counter Shaheen Afridi. শাহিনের বিরুদ্ধে ভারতের স্ট্রাটেজি হোক পাল্টা মার! কোহলিদের নতুন ফর্মুলা দিলেন গম্ভীর
#মেলবোর্ন: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার সময় দুজন বাঁহাতি নেট বোলার সঙ্গে নিয়ে গেছে ভারত। একজন চেতন সাকারিয়া এবং অন্যজন মুকেশ চৌধুরী। প্রথমজন ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, দ্বিতীয় জন চেন্নাই দলের হয়ে আইপিএল খেলেছেন। এটা দেখেই পরিষ্কার বাঁহাতি পেসার নিয়ে বিশেষ ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার।
ভারতীয় ব্যাটারদের সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিপক্ষের বাঁহাতি পেসাররা। ট্রেন্ট বোল্ট, মার্কো জানসেন থেকে ওবেড ম্যাককয়রা বারবার সমস্যায় ফেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের তো নাভিশ্বাস উঠে গিয়েছিল।
advertisement
advertisement
২০২১ টি-২০ বিশ্বকাপে শাহিন একাই ভারতীয় টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন। ২০২২ সালের আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারত তাদের অভিযান শুরু করবে পাকিস্তান দলের বিরুদ্ধে। তার আগে ভারতীয় ব্যাটারদের মূল্যবান পরামর্শ দিলেন ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীর। তার মতে শাহিনের বিরুদ্ধে উইকেট বাঁচিয়ে নয় ওকে আক্রমণ করে খেল।
গম্ভীর বলেন শাহিনের কথা যখন আমি বলব তখন এটা বলব ওর বিরুদ্ধে শুধুমাত্র নিজের উইকেট বাঁচিয়ে রাখার ভাবনা ভেব না। ওর বিরুদ্ধে রান করার কথাও ভাব। কারণ যখন শুধুমাত্র তুমি উইকেট বাঁচিয়ে রাখার খেলাটাই খেলবে তখন অনেক কিছুই বেশ ছোট হয়ে আসবে। তোমার ব্যাকলিফ্ট ছোট হবে। তোমার ফুটওয়ার্ক কমবে। আর টি-২০ ক্রিকেটে তুমি এভাবে নিজের উইকেট বাঁচাতে পারবে না।
advertisement
Gautam Gambhir said, "India should look to score runs against Shaheen Afridi instead of looking to survive". (On Star).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 13, 2022
গম্ভীর মনে করেন শাহিন আফ্রিদি আক্রমণাত্মক বোলার তাতে সন্দেহ নেই। কিন্তু তিনিও অস্ত্রোপচার করে ফিরবেন। ফলে এক বছর আগে তিনি যতটা পেসে বল করতে পেরেছিলেন, এবার ততটাই পারবেন কিনা প্রশ্ন আছে। তাই তাকে পাল্টা মার দিলে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে।
advertisement
নিজের অভিজ্ঞতা থেকে গৌতম মনে করেন একজন ফাস্ট বোলারকে প্রথম থেকে মারলে তার লাইন, লেন্থ গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দায়িত্ব নিতে হবে ভারতীয় ওপেনারদের। বরং শাহিনের তুলনায় শেষ কয়েক মাসে হ্যারিস রউফ পাকিস্তানের জার্সিতে অনেক বেশি ধারাবাহিক মনে করেন গম্ভীর।
নাসিম শাহ এবং হাসনেইনের মতো পেসাররা গতি দিয়ে ব্যাটসম্যানদের বিব্রত করতেও পারেন। কিন্তু এশিয়া কাপে এদের দেখে নেওয়ার ফলে ভারত পাল্টা স্ট্রাটেজি তৈরি করতে পারবে নিশ্চিত গৌতম। তবে শাহিনকে মাথায় চড়তে দেওয়া যাবে না, এটা মনে করেই খেলতে হবে ভারতকে।
Location :
First Published :
October 14, 2022 1:57 PM IST