Bangladesh vs Pakistan: বাংলাদেশের মাটিতে পাকিস্তান দলের National Flag উত্তোলন, বাবর আজম সহ ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের

Last Updated:

Bangladesh vs Pakistan: ঢাকায় পাকিস্তান দলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এই তালিকায় বাবর আজম (Babar Azam) সহ ২১ জন ক্রিকেটারের নামে দায়ের করা হয়েছে৷

Bangladesh vs Pakistan: lawsuit filed against babar azam lead 21 member pakistan team for hoisting national flag
Bangladesh vs Pakistan: lawsuit filed against babar azam lead 21 member pakistan team for hoisting national flag
#কলকাতা: বাংলাদেশের মাটিতে  অনুশীলনের সময় পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন (Pakistan Team Hoisting National Flag) ঘিরে জোর উত্তেজনা৷ বাংলাদেশ বনাম পাকিস্তান (Bangladesh vs Pakistan) ম্যাচের অনুশীলনের দরুণ বাবর আজমের  (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) মীরপুরে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেছিল৷
এই ঘটনা নিয়ে গণ্ডগোল হওয়ার পরেই পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) অনুশীলনের সময় নিজেদের জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি চায়৷ এখন জানা যাচ্ছে এই ঘটনায় চাঞ্চল্যকর মোড় তৈরি হয়েছে৷ ঢাকায় পাকিস্তান দলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এই তালিকায় বাবর আজম (Babar Azam) সহ ২১ জন ক্রিকেটারের নামে দায়ের করা হয়েছে৷
advertisement
advertisement
পাকিস্তান ক্রিকেটার দলের (Pakistan Cricket Team) ক্রিকেটাররা অনুশীলনের দরুণ নিজেদের দেশের জাতীয় পতাকা উত্তোলন (Pakistan Team Hoisting National Flag) তখন করেছে যখন বাংলাদেশ  (Bangladesh) নিজেদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে- তাই এটাকে রাজনৈতিক একটা চাল হিসেবে দেখছে বাংলাদেশবাসী৷
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের নিয়ম অনুযায়ি জাতীয় পতাকা ওড়ানো হয় দুই দলেরই৷ কিন্তু বিসিবি এই নিয়মে ২০১৪ সাল থেকে প্রতিবন্ধকতা জারি করেছে৷ বিসিবি অন্য কোনও দেশের জাতীয় পতাকা নিজেদের মাটিতে ওড়ানোর অনুমতি দেয় না৷ কিন্তু এই নিয়ে প্রচুর সমালোচনা হওয়ায় তাঁরা সিদ্ধান্ত ফিরিয়ে নেয়৷
advertisement
পাকিস্তান নিজেদের জাতীয় পতাকা বাংলাদেশের মাটিতে (Pakistan Team Hoisting National Flag) অনুশীলনের সময় উত্তোলন করায় সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, সমালোচনা শুরু হয়েছে৷ নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন ঠিক কী কারণে অনুশীলনের সময় অন্য দেশের মাটিতে নিজেদের পতাকা উত্তোলন করল পাকিস্তান৷
এই সময় পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বদিজী জানান পাকিস্তান ক্রিকেট দল দীর্ঘদিন ধরেই অনুশীনের সময় জাতীয় পতাকা উত্তোলন করে৷ এটা শাকলেন মুস্তাকের সময় থেকে হয়ে আসছে৷
advertisement
পাকিস্তানের ক্রিকেট দলের (Pakistan Cricket Team) মিডিয়া ম্যানেজার স্পোর্টসস্টারে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এটা আমাদের জন্য কোনও কথা নয়, শাকলেন মুস্তাক দে আসার পর থেকেই এটা হয়৷ এটা কোচিং দর্শনের অংশ৷ তাঁর মতে জাতীয় পতাকা প্রেরণার কাজ করে৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
Bangladesh vs Pakistan: বাংলাদেশের মাটিতে পাকিস্তান দলের National Flag উত্তোলন, বাবর আজম সহ ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement