#করাচি: ভারত বনাম পাকিস্তান নিয়ে যখন অশান্তি সৃষ্টি হয় তখন বিনা কারণে ভিলেন হয়ে যান সানিয়া মির্জা। তার দোষ একটাই। তার স্বামী শোয়েব মালিক পাকিস্তানি ক্রিকেটার। এর বাইরে সানিয়া মির্জা সব সময় ভারতের গর্ব। ভারতের মাটি থেকে মহিলা ট্রেনিং সানিয়ার কাছাকাছি আর কেউ আসতে পারেননি। এবার সানিয়ার সাহায্য চেয়ে বসলেন এক পাকিস্তানি মহিলা টেনিস তারকা।
আরও পড়ুন - Bengal Ranji Trophy : সুদীপের পর অনুষ্টুপের শতরান! মনোজের ব্যাটে রঞ্জিতে রানের পাহাড়ে বাংলাএই মরশুমেই টেনিস থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সানিয়া মির্জা। ইউএস ও পেনে খেলার পরেই হয়ত অবসর নেবেন তিনি। পাকিস্তানের মহিলাদের টেনিস তারকা মেহেক খোখার ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে পাকিস্তানে এসে পাকিস্তানি মহিলা টেনিস দলকে প্রশিক্ষণ দিতে অনুরোধ করেছেন। আসলে পাকিস্তান থেকে দীর্ঘদিন সেভাবে কোনও টেনিস প্লেয়ার উঠে আসেনি।
এই কারণে সানিয়ার স্বামী পাক ক্রিকেটার শোয়েব মালিকের কাছে সাহায্যও চেয়েছেন মেহেক। মেহক খোখার এক ভিডিও বার্তায় বলেছেন যে, পাকিস্তান ফেডারেশন কাপ সহ আরও অনেক আন্তর্জাতিক ইভেন্ট ইভেন্ট শীঘ্রই আসছে। এমন পরিস্থিতিতে সানিয়া মির্জা পাকিস্তানে আসছেন, তাঁর উচিত আমাদের দলকে কোচিং দেওয়া।
মেহেক তাঁর বার্তায় বলেছেন যে, আমি শোয়েব মালিককেও বলব সানিয়া ভাবীকে পাকিস্তান টেনিস দলকে প্রশিক্ষণ দিতে বলুন, এতে আমাদের অনেক উপকার হবে। মেহেক খোখার বর্তমানে পাকিস্তানের শীর্ষ টেনিস খেলোয়াড়দের একজন। সানিয়া মির্জার মতো, মেহেকও তাঁর গ্ল্যামারাস অবতারের জন্য পরিচিত, তাঁকে অনেক টিভি শোতেও দেখা গিয়েছে।
সানিয়া মির্জা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী, তাই তিনি প্রায়শই পাকিস্তানে যান। কিছু সময় আগে, সানিয়া মির্জা পাকিস্তানে অনেক দিন কাটিয়েছিলেন, তিনি অনেক টিভি শো এবং অন্যান্য অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন।
মেহেক মনে করেন পাকিস্তানি মহিলাদের কাছে সানিয়া মির্জার কাছ থেকে ট্রেনিং নেওয়া স্বপ্নের মতো ব্যাপার হবে। কিন্তু এটা তার ইচ্ছে। সানিয়া এতে রাজি হন কিনা সেটা সময় বলবে। তবে সম্ভাবনা নেই বললেই চলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sania Mirza