'ভারত, এবার সাবধান হয়ে যাও ', জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক আফ্রিদি, করলেন বড় দাবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারতের উপর পুরোদস্তুর দায় চাপিয়ে দিয়েছেন তিনি।
কলকাতা: পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর বিস্ফোরক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারতের উপর পুরোদস্তুর দায় চাপিয়ে দিয়েছেন তিনি। আফ্রিদি বলেছেন, ”ভারতের নিজের ভুলেই পহেলগাঁওয়ের এমন কাণ্ড ঘটেছে। ওরা আবার পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে। পাকিস্তান এই ধরনের ঘটনাকে কখনওই সমর্থন করে না। ভারতীয়দেরই এর দায় নেওয়া উচিত।”
পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেছেন, ‘ভারতে যদি পটকাও ফাটে, তাতেও পাকিস্তানকেই ওরা (ভারত) দায়ী করবে। কাশ্মীরে তোমাদের ৮ লক্ষ সৈন্য নিয়ে গঠিত একটি শক্তিশালী সেনাবাহিনী আছে, তার পরও এমন ঘটনা ঘটছে। তার মানে তোমরা যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারো, তাহলে তোমরা অদক্ষ এবং অকর্মণ্য।’
আফ্রিদি আরও বলেন, “আক্রমণের এক ঘন্টার মধ্যেই ওদের মিডিয়া বলিউডে পরিণত হয়ে যায়। ঈশ্বরের দোহাই, সব কিছুকে বলিউডের সিনেমার মতো বানাবেন না। আমি ওদের কথা বলার ধরণ উপভোগ করছিলাম। ওদের চিন্তাভাবনা দেখুন, আর ওরা নিজেদেরকে শিক্ষিত মানুষ বলে দাবি করে।’
advertisement
advertisement
আরও পড়ুন- এই পাক ক্রিকেটারের ইউটিউব চ্যানেল দেখা যাবে ভারতে, কোন কারণে রেয়াত পেলেন এক ক্রিকেটার
আফ্রিদি বলেছেন, ‘ভারতের দু’জন ক্রিকেটার আছেন, যাঁরা ভারতের হয়ে অনেক বছর ক্রিকেট খেলেছেন। ওরা রাষ্ট্রদূত হয়েও সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছেন। পাকিস্তানই কেন? কোনও প্রমাণ থাকলে তা হলে দেখাও। ভারতকে বলব, এবার সাবধান হয়ে যাও। বারবার পাকিস্তানকে দায়ি করে কোনও লাভ হবে না।’
advertisement
এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার সম্প্রতি বলেছেন, ‘যারা হামলা চালিয়েছে, তারা মুক্তিযোদ্ধা।’ এর পর ছেড়ে কথা বলেনি ভারত। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়, বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা। পাকিস্তানিদের অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 2:13 PM IST