Pakistan cricket: পাকিস্তান ক্রিকেটারদের মাইনে দিতে পারছে না বোর্ড! বিশ্বকাপের আগে শাহিনদের মুখ বন্ধের নির্দেশ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বোর্ডের তরফে ক্রিকেটারদের আশ্বাস দেওয়া হয়েছে এখন মুখ না খুলতে অন্তত সংবাদ মাধ্যমের কাছে
লাহোর: অধিনায়ক বাবর আজম সহ গোটা পাকিস্তান দল কোনও আর্থিক চুক্তি ছাড়াই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে। গত ৩০ শে জুন পাকিস্তানের ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দলের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা তাদের বেতন অনেকটা বৃদ্ধির দাবি জানিয়েছেন। তারা আরো আশা করেছেন, তাদের চাহিদা মত গোটা সিস্টেম নতুন করে করা হবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দাবি সম্পর্কে এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
ফলে ক্রিকেটারদের চুক্তির ভবিষ্যৎ ঝুলে রয়েছে। নাজাম শেঠি যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন তখন বাবর আজমরা তাদের বেতনে ৪৫ শতাংশ বৃদ্ধি চেয়েছিলেন। তবে বর্তমান প্রধান জাকা আশরাফের কাছে বেতন কাঠামোর পরিবর্তন সহ আরো সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন। বাবর আজমরা যে দাবিগুলি করছেন তার মধ্যে আছে অন্যান্য ক্রিকেট বোর্ডের সমতুল্য বেতন।
advertisement
ক্রিকেটারদের পরিবারদের জন্য স্বাস্থ্যবীমা, শিক্ষা নীতি, স্পন্সরদের ব্যাপারে তাদের জানানো, আইসিসি টুর্নামেন্ট থেকে আয়ের লভ্যাংশ তাদের দেওয়া, বিদেশি লিগে খেলার ছাড়পত্র নিয়ে স্পষ্টীকরণ। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটাররা অন্যান্য বোর্ডের ক্রিকেটারদের তুলনায় কম বেতন পান। খেলোয়াড়রা চান পিসিবি নিজেরা ভেবেচিন্তে এমন এক বেতন কাঠামো তৈরি করুক , যাতে তারা দীর্ঘমেয়াদি আর্থিকভাবে লাভবান হন।
advertisement
advertisement
As the central contracts of national cricketers for the 2022-23 period expired on June 30th, concerns and discussions have arisen regarding future arrangements.#Pakistan #Cricket #Central #contract pic.twitter.com/XgViyr9WB7
— The Pakistan Affairs (@ThePKAffairs) July 24, 2023
বিদেশি লিগে খেলতে গেলে বোর্ডের তরফে সংশ্লিষ্ট খেলোয়াড়ের থেকে ২৫ হাজার ডলার চাওয়া হয় যেখানে চুক্তি থেকে তারা মাত্র ৫ হাজার ডলার বেতন পান। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলে পাকিস্তান দল দেশে ফিরলে আবার এই বিষয়ে আলোচনা শুরু হবে। ক্রিকেটাররা আশাবাদী নবনিযুক্ত পিসিবি প্ৰধান জাকা আশরাফ তাদের দাবি গুলি গুরুত্ব দিয়ে বিচার করবেন ও এই নিয়ে ইতিবাচক উদ্যোগ নেবেন।
advertisement
তবে সামনে রয়েছে এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ। বোর্ডের তরফে ক্রিকেটারদের আশ্বাস দেওয়া হয়েছে এখন মুখ না খুলতে অন্তত সংবাদ মাধ্যমের কাছে। শুধু এই দুটো টুর্নামেন্টে ফোকাস করতে। পরে পিসিবি নাকি সাধ্যমত চেষ্টা করবে মাইনে বাড়াতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 11:51 AM IST