Virat Kohli: কোহলিকে পাল্টা চ্যালেঞ্জ পাকিস্তানের অলরাউন্ডারের! মাঠেই দেখাতে চান দম!
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
শাদাব মেনে নিচ্ছেন বিরাট তাদের বিরুদ্ধে সফল। কিন্তু প্রত্যেকবার বিরাট কোহলি বাজি মেরে যাবেন এমনটা হবে না
দুবাই: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষনার পর সাংবাদিক বৈঠকে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকে প্রশ্ন করা হয়েছিল, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফকে সামলানোর জন্য কি উপায় ভাবছেন। আগারকর উত্তর দিয়েছিলেন, বিরাট কোহলি তাদের সামলে নেবেন। এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। শাদাব জানালেন, ম্যাচের আগে কে কি বলছেন তার উপর কিছু নির্ভর করে না, মাঠের মধ্যে কি হচ্ছে সেটাই আসল বিষয়।
আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত। তাই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। অজিত আগারকারের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাদাব জানান, ম্যাচের দিন কি হচ্ছে তার উপর সবকিছু নির্ভর করছে। আমি বলি বা আমার দলের অন্য কেউ বলুক বা তাদের দলের কেউ বলুক, যে কেউ যা খুশি বলতে পারে।
advertisement
‘Bolne se kuch nahi hota’ – Shadab Khan responded to India’s chief selector that Virat Kohli will handle Shaheen Afridi, Naseem Shah and Haris Rauf #AFGvPAK | #Cricket | #Pakistan | #ShadabKhan | #ViratKohli | #ShaheenAfridi | #NaseemShah | #HarisRauf | #India pic.twitter.com/eeuMcZH2x0
— Khel Shel (@khelshel) August 26, 2023
advertisement
advertisement
তাতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় না। যখন ম্যাচ অনুষ্ঠিত হবে, তখনই আমরা জানতে পারব আদতে কে কাকে সামলায়। আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজ ৩-০ জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেন শাদাব। সিরিজ হোয়াইটওয়াশের ফলে আইসিসি একদিনের ক্রমতালিকায় শীর্ষে উঠে আসে পাকিস্তান।
শেষবার দুই চিরপ্রতিদ্বন্দী দল পরস্পর মুখোমুখি হয়েছিল গতবছর টি-২০ বিশ্বকাপে। বিরাট কোহলি একার হাতে ভারতকে জয় এনে দিয়েছিলেন। কোহলি প্রেমী তথা ভারতের ক্রিকেট দলের সমর্থকরা চাইছেন আগামী শনিবার পাল্লিকালিতে এই ঘটনার পুনরাবৃত্তি হোক। কিন্তু শাদাবের দাবি, কি হবে তা ঐ দিন মাঠেই দেখা যাবে।
advertisement
আসলে বিরাট কোহলি ভারতীয় দলকে পাকিস্তানের বিরুদ্ধে বরাবর আলাদা মোটিভেশন দিয়েছেন পারফরম্যান্স দিয়ে। তার রেকর্ড সবচেয়ে উজ্জ্বল পাকিস্তানের বিপক্ষে। শাদাব মেনে নিচ্ছেন বিরাট তাদের বিরুদ্ধে সফল। কিন্তু প্রত্যেকবার বিরাট কোহলি বাজি মেরে যাবেন এমনটা হবে না। পাল্টা তাকে আউট করার ছক তৈরি থাকবে পাকিস্তানেরও।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 1:48 PM IST