IND A vs PAK A: যুব এশিয়া কাপ ফাইনালে রানের পাহাড়ে পাকিস্তান! প্রবল চাপে ভারত
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
তাহির দুরন্ত সেঞ্চুরি করলেন। ৭০ বলে ১০৮ করে শেষ পর্যন্ত ফিরলেন তিনি
পাকিস্তান – ৩৫২/৮
কলম্ব: চারদিন আগে পাকিস্তানকে হারানো আর আজকে ফাইনালে লড়াই এক হবে না সেটা জানাই ছিল। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারতের যুব এশিয়া কাপের ছেলেরা। আজ যেন প্রথম থেকেই বদলা নেওয়ার মেজাজে ছিল পাকিস্তান। ভারতীয় বোলারদের প্রথম থেকেই চাপে রাখতে শুরু করে পাক ওপেনিং ব্যাটসম্যানরা। চলতি এমার্জিং এশিয়া কাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে ভারত।
advertisement
অপরাজিত থেকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল। সইম আয়ুব ও সাহেবজাদা ফারহান ব্যাট হাতে পাকিস্তানের ইনিংস শুরু করলেন। যত সময় এগোতে থাকলেও দুজনেই তত ভাল খেলতে থাকলেন। ১২১ রানের পার্টনারশিপ হল দুজনের। ভারতের বোলাররা সেভাবে সফল হচ্ছিলেন না। আয়ুবকে (৫৯) আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দিলেন মানব।
advertisement
advertisement
Tayyab Tahir’s 71-ball 108-run knock powers Pakistan Shaheens to a mammoth total of 352/8
Can they defend the target and their Emerging Asia Cup title against India A?
Follow live: https://t.co/2oY0DgdlfJ #PAKvIND #EmergingAsiaCup #INDAvPAKA pic.twitter.com/tbvvo96hIw
— Cricket Pakistan (@cricketpakcompk) July 23, 2023
advertisement
এরপর ফারহান (৬৫) রান আউট হয়ে গেলেন ভারতীয় অধিনায়ক ধুলের হাতে। ইউসুফ (৩৫) এবং কাসিম আক্রমকে একই ওভারে ফিরিয়ে দিলেন রিয়ান পরাগ। অধিনায়ক হারিস (২) আউট হয়ে গেলেন সিন্ধুর বলে। এরপর তাহির এবং মুবশির দুরন্ত ক্রিকেট খেললেন। তাহির দুরন্ত সেঞ্চুরি করলেন। ৭০ বলে ১০৮ করে শেষ পর্যন্ত ফিরলেন তিনি। কিন্তু ততক্ষণে ভারতের অনেক ক্ষতি করে দিয়ে গেলেন।
advertisement
মুবাশীর (৩৫) আউট হলেন রাজ্যবর্ধনের বলে। পাকিস্তান শেষ পর্যন্ত থামল ৩৫২ রানে। এই রান তাড়া করতে ভারতকে প্রথম থেকে ভালো শুরু করতে হবে এবং পাওয়ার প্লে কাজে লাগাতে হবে তাতে সন্দেহ নেই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 5:48 PM IST