Viral Dance Video: নয়া অবতারে সকলকে মুগ্ধ করলেন পিভি সিন্ধু, লেহেঙ্গা -চোলিতে ধামাল নাচ

Last Updated:

পদ্মভূষণে সম্মানিত হয়েছেন ভারতের দুটি অলিম্পিক্স মেডেল জয়ী পিভি সিন্ধু ( PV Sindhu) ৷

PV Sindhu's diwali dance to ckays love nwantinti
PV Sindhu's diwali dance to ckays love nwantinti
#কলকাতা: পদ্মভূষণে সম্মানিত হয়েছেন ভারতের দুটি অলিম্পিক্স মেডেল জয়ী পিভি সিন্ধু ( PV Sindhu) ৷ দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান এটি৷ এরইমধ্যে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন ভারতের অন্যতম সেরা শাটলার৷ একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি৷ তাঁকে সাধারণত যেভাবে দেখা যায় এদিন তাঁকে দেখে ক্লিন বোল্ড হয়ে গেলেন তাঁর ফ্যানরা৷ ২৬  বছরের সিন্ধু ( PV Sindhu) এদিন পরেছিলেন একেবারে ট্র্যাডিশানাল লেহেঙ্গা -চোলি৷ তাঁর সঙ্গে পরেছিলেন গয়না৷ শুধু সাজগোজই নয় একেবারে নেচে দেখালেন নিজের ইনস্টাগ্রামে৷ তিনি CKay's 'Love Nwantiti' গানে কোমর দোলালেন৷ তিনি সি গ্রিন কালারের কাঞ্জিভরম লেহেঙ্গা পরেছিলেন৷ এই মুহূর্তে চার্ট টপার গানের সঙ্গে নাচলেন৷ একেবারে কেতের নাচ করলেন৷ ভাইরাল সেই ভিডিও (Viral Video)৷
ডান্স ভিডিও (dance video) তিনি শেয়ার করেছেন দিওয়ালি সিরিজে৷ সেখানে তাঁর বিভিন্ন দারুণ ছবির পাশাপাশি ১২ লক্ষ ভিউ হয়ে গেছে৷ এই ভিডিওতে সিন্ধু হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন "#traditional #dance #love #music #dancelove"- তার সঙ্গে দিয়া ইমোজি৷
advertisement
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)-
View this post on Instagram

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

advertisement
প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) সোমবারই পি ভি সিন্ধুকে (PV Sindhu) রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ দিয়ে দেন৷ সেখানে তিনি বলেছেন, ‘‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত, আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ৷ সমস্ত মন্ত্রী ও প্রেসিডেন্ট স্যার আমাকে এই সম্মান দিয়েছেন৷ আমি খুবই খুশি এই ধরণের সম্মান খুবই উৎসাহ দেয়৷ সামনে আরও ভালো করব৷’’ পদ্মভূষণ পুরস্কার গ্রহণের পর এই কথা সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে৷
advertisement
তিনি বলেছেন, ‘‘ নিশ্চিতভাবে আমি বেশি খাটব, আমার সামনে কতগুলি টুর্নামেন্ট রয়েছে৷ আমি সেগুলিতে খুবই ভালো খেলব৷ ’’
২০১৫ সালে পদ্মশ্রী পেয়েছেন পিভি সিন্ধু৷ সেটা ভারতের চতুর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড৷ এছাড়া তিনি ২০১৬ সালে খেলরত্ন পান৷  তিনি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছেন৷
এখন 'Love Nwantiti' সারা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয়৷ পিভি সিন্ধুও সেই চ্যালেঞ্জেই যোগদান করলেন৷ সারা পৃথিবীর গ্লোবাল চার্টে এটা ১.১ কোটি ভিউ পেয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Dance Video: নয়া অবতারে সকলকে মুগ্ধ করলেন পিভি সিন্ধু, লেহেঙ্গা -চোলিতে ধামাল নাচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement