Viral Dance Video: নয়া অবতারে সকলকে মুগ্ধ করলেন পিভি সিন্ধু, লেহেঙ্গা -চোলিতে ধামাল নাচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পদ্মভূষণে সম্মানিত হয়েছেন ভারতের দুটি অলিম্পিক্স মেডেল জয়ী পিভি সিন্ধু ( PV Sindhu) ৷
#কলকাতা: পদ্মভূষণে সম্মানিত হয়েছেন ভারতের দুটি অলিম্পিক্স মেডেল জয়ী পিভি সিন্ধু ( PV Sindhu) ৷ দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান এটি৷ এরইমধ্যে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন ভারতের অন্যতম সেরা শাটলার৷ একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি৷ তাঁকে সাধারণত যেভাবে দেখা যায় এদিন তাঁকে দেখে ক্লিন বোল্ড হয়ে গেলেন তাঁর ফ্যানরা৷ ২৬ বছরের সিন্ধু ( PV Sindhu) এদিন পরেছিলেন একেবারে ট্র্যাডিশানাল লেহেঙ্গা -চোলি৷ তাঁর সঙ্গে পরেছিলেন গয়না৷ শুধু সাজগোজই নয় একেবারে নেচে দেখালেন নিজের ইনস্টাগ্রামে৷ তিনি CKay's 'Love Nwantiti' গানে কোমর দোলালেন৷ তিনি সি গ্রিন কালারের কাঞ্জিভরম লেহেঙ্গা পরেছিলেন৷ এই মুহূর্তে চার্ট টপার গানের সঙ্গে নাচলেন৷ একেবারে কেতের নাচ করলেন৷ ভাইরাল সেই ভিডিও (Viral Video)৷
ডান্স ভিডিও (dance video) তিনি শেয়ার করেছেন দিওয়ালি সিরিজে৷ সেখানে তাঁর বিভিন্ন দারুণ ছবির পাশাপাশি ১২ লক্ষ ভিউ হয়ে গেছে৷ এই ভিডিওতে সিন্ধু হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন "#traditional #dance #love #music #dancelove"- তার সঙ্গে দিয়া ইমোজি৷

advertisement
দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)-
advertisement
প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) সোমবারই পি ভি সিন্ধুকে (PV Sindhu) রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ দিয়ে দেন৷ সেখানে তিনি বলেছেন, ‘‘এটা আমার জন্য গর্বের মুহূর্ত, আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ৷ সমস্ত মন্ত্রী ও প্রেসিডেন্ট স্যার আমাকে এই সম্মান দিয়েছেন৷ আমি খুবই খুশি এই ধরণের সম্মান খুবই উৎসাহ দেয়৷ সামনে আরও ভালো করব৷’’ পদ্মভূষণ পুরস্কার গ্রহণের পর এই কথা সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে৷
advertisement
তিনি বলেছেন, ‘‘ নিশ্চিতভাবে আমি বেশি খাটব, আমার সামনে কতগুলি টুর্নামেন্ট রয়েছে৷ আমি সেগুলিতে খুবই ভালো খেলব৷ ’’
২০১৫ সালে পদ্মশ্রী পেয়েছেন পিভি সিন্ধু৷ সেটা ভারতের চতুর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড৷ এছাড়া তিনি ২০১৬ সালে খেলরত্ন পান৷ তিনি টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়েছেন৷
এখন 'Love Nwantiti' সারা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয়৷ পিভি সিন্ধুও সেই চ্যালেঞ্জেই যোগদান করলেন৷ সারা পৃথিবীর গ্লোবাল চার্টে এটা ১.১ কোটি ভিউ পেয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2021 8:16 PM IST