সুসংবাদ! গার্লফ্রেন্ডের ফুটফুটে সন্তানের বাবা হলেন বিশ্বের দ্রুততম মানুষ উসেন বোল্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বোল্টের বাবা হওয়ায় শুভেচ্ছার ঢল, প্রেসিডেন্ট থেকে ফ্যান সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন দ্রুততম মানুষ
#জামাইকা: জামাইকার অলিম্পিক দৌড়ের লেজেন্ড উসেন বোল্ট সন্তানের বাবা হলেন ৷ সারা পৃথিবী যখন করোনার আবহে ত্রাসে সেখানে বিশ্বের দ্রুততম মানুষের জীবনের সবচেয়ে আনন্দের খবর পেলেন ৷ তাঁর বান্ধবী কাসি বেনেট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৷
জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস উসেন বোল্টকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর সঙ্গ সঙ্গে এই খবর কনফার্ম হয়ে যায় ৷ হোলনেস নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, "Congratulations to our sprint legend Usain Bolt and Kasi Bennett on the arrival of their baby girl!" অর্থাৎ উসেন বোল্ট ও তাঁর বান্ধবী কাসি বেনেটকে অভিনন্দন তাঁদের কন্যা সন্তানের জন্য ৷
advertisement
Congratulations to our sprint legend Usain Bolt (@usainbolt) and Kasi Bennett on the arrival of their baby girl! pic.twitter.com/bheXPgU7Qd
— Andrew Holness (@AndrewHolnessJM) May 18, 2020
advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি রবিবার দিন সন্তান এসেছে বোল্টের পরিবারে ৷ তবে এর চেয়ে বেশি কোনও খবর পাওয়া যায়নি ৷ ৩৩ বছরের বোল্ট আগেই জানিয়েছিলেন তিনি ও তাঁর বান্ধবী প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন ৷ মার্চ মাসে বান্ধবী বেনেটের বেবিবাম্প সহ ছবি পোস্ট করেছিলেন ৷
advertisement

আটটি অলিম্পিক্স স্বর্ণপদকের মালিক কোনও পুরুষ , কোনও ছেলে আমার সঙ্গে খেলতে এস না , মজা করে এমন লিখেছিলেন বোল্ট ৷ ১০০, ২০০ মিটারে রেকর্ডধারী উসেন বোল্ট ২০১৭ তে অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছিলেন৷ এক দশক পুরুষদের অ্যাথলেটিক্সের অবিসংবাদিত সম্রাট ছিলেন উসেন বোল্ট ৷
advertisement
২০১৬ অলিম্পক্সে সোনার পদক জয়ের পর তিনিই একমাত্র অ্যাথলিট হন যিনি পরপর তিন অলিম্পিক্সে ১০০ ও২০০ মিটারের স্বর্ণ পদক জয়ী হয়েছিলেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 9:45 AM IST