ম্যারাথন লড়াইয়ে রুদ্ধশ্বাস জয় ! ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয় নাদালের
Last Updated:
#নিউইয়র্ক: চার ঘণ্টা পঞ্চাশ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচ ৷ পাঁচ সেটের ম্যারাথন লড়াই ৷ শেষ হাসি হাসলেন সেই রাফায়েল নাদালই ৷ ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ৷ হারালেন রাশিয়ার ডেনিল মেদভেদভকে ৷ কেরিয়ারের এটি ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জয় নাদালের ৷ খেলার ফল ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ ৷
Thanks @rnadalacademy!!! https://t.co/bZKVQuoiob
— Rafa Nadal (@RafaelNadal) September 9, 2019
advertisement
ম্যাচে নাদালকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন বছর তেইশের মেদভেদভ। প্রথম দু'সেট নাদাল জিতলেও, পরের দু'সেট জিতে ম্যাচে ফিরে আসেন মেদভেদভ। পঞ্চম সেটে পিছিয়ে পড়েও, গুরুত্বপূর্ণ সময়ে পরপর দু'বার মেডভেডেভের সার্ভিস ব্রেক করেন নাদাল। এই নিয়ে কেরিয়ারের উনিশতম গ্র্যান্ড স্ল্যাম জয় নাদালের। ফ্ল্যাশিং মিডোয় চতুর্থ খেতাব। এবার সামনে শুধু রজার ফেডেরারের কুড়িটি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2019 8:34 AM IST

