US Open 2019: 'টিনেজার' বিয়াঙ্কার প্রথম গ্র্যান্ডস্লাম, এ বারও পারলেন না সেরেনা
Last Updated:
৯৯৯ সালে যখন তিনি প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন সেরেনা উইলিয়মস, তখনও জন্মই হয়নি বিয়ানকা আন্দ্রেস্কুর৷
#নিউ ইয়র্ক: ১৯৯৯ সালে যখন তিনি প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন সেরেনা উইলিয়মস, তখনও জন্মই হয়নি বিয়াঙ্কা আন্দ্রেস্কুর৷ এমনই এক কানাডিয়ান টিনেজারের হাতেই ফ্লাশিং মিডোয় ধরাশায়ী হলেন সেরেনা৷ প্রথম কানাডিয়ান হিসেবে ইউএস ওপেন জিতলেন ১৯ বছর বয়সি আন্দ্রেস্কু৷ নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে ৩৭ বছর বয়সি সেরেনাকে ৬-৩, ৭-৫ গেমে হারান তিনি।
২০০৬ সালে ইউএস ওপেনে মারিয়া শারাপোভার রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডস্লাম খেতাব তুললেন বিয়াঙ্কা৷ সন্তানের জন্ম দিয়ে মাঠে ফেরার পর এই নিয়ে চারটি গ্র্যান্ডস্লাম ফাইনাল হারলেন সেরেনা উইলিয়মস৷ 'এটা আমার কাছে এত বড় প্রাপ্তি যে বলে বোঝাতে পারব না৷ কঠিন পরিশ্রম করেছিলাম এই মুহূর্তটার জন্য,' ইউএস ওপেন হাতে আবেগে ভাসলেন বিয়াঙ্কা৷ একই সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এলেন কানাডিয়ান টিনেজার৷
advertisement
advertisement
আন্দ্রেস্কু গ্র্যান্ডস্লামের ফাইনালে এই প্রথম। প্রথমবারেই বাজিমাত৷ সেরেনার এটি ছিল ৩৩তম গ্র্যান্ড স্লাম ফাইনাল। ফ্ল্যাশিং মিডোতে চ্যাম্পিয়ন হয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়মস।
advertisement
বিয়াঙ্কার খেলার প্রশংসায় পঞ্চমুখ সেরেনাও৷ বললেন, 'আন্দ্রেস্কু অবিশ্বাস্য খেলেছে। ওর জন্য আমি গর্বিত এবং আনন্দিত।'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2019 9:32 AM IST