Tokyo Olympics :জাপানি ইয়ামাগুচির বিরুদ্ধে কোয়ার্টারে কঠিন চ্যালেঞ্জ সিন্ধুর

Last Updated:

PV Sindhu will take on Japan Akane Yamaguchi . শুক্রবার দুপুরে চলতি অলিম্পিকের সবচেয়ে কঠিন পরীক্ষায় নামতে চলেছেন পি ভি সিন্ধু। উল্টোদিকে থাকবেন জাপানের আকেনে ইয়ামাগুচি

#টোকিও: শুক্রবার দুপুরে চলতি অলিম্পিকের সবচেয়ে কঠিন পরীক্ষায় নামতে চলেছেন পি ভি সিন্ধু। উল্টোদিকে থাকবেন জাপানের আকেনে ইয়ামাগুচি। একটা সময় পর্যন্ত বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা ছিলেন তিনি। এই মুহূর্তে রয়েছেন ৫ নম্বরে। সিন্ধু সাতে। মাত্র পাঁচ ফুট এক ইঞ্চির উচ্চতা নিয়েও দুরন্ত রিফ্লেক্স এবং কোর্ট কভারেজ তার অন্যতম শক্তি। সিন্ধুর বিরুদ্ধে খেলেছেন মোট ১৮ বার। সিন্ধু জিতেছেন ১১ বার। ইয়ামাগুচির জয় সাতটি।
উচ্চতা, শক্তিতে ভারতীয় তারকা এগিয়ে থাকলেও, ইয়ামাগুচি কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এদিন সিন্ধু জিতে যাওয়ার পর জাপানি তারকা অন্য একটি ম্যাচে খেলছিলেন। সিন্ধুর দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক সেই ম্যাচ পুরো দেখেছেন। নিঃসন্দেহে বলা যায় ছাত্রীর সঙ্গে বসে কালকের গেমপ্ল্যান সাজাবেন। সিন্ধু জানিয়েছেন আজ ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একটা সময় ফোকাস হারিয়ে ফেলেছিলেন। নিজের ডিফেন্সে বেশি জোর দিচ্ছিলেন। কিন্তু পেছন থেকে পার্ক টানা ভুল ধরিয়ে যাচ্ছিলেন। সেইমতো নিজেকে শুধরে নিয়েছিলেন দ্বিতীয় গেমে।
advertisement
জাপানির বিরুদ্ধে ম্যাচ আরও কঠিন হবে মেনে নিয়েছেন ভারতীয় তারকা। তবে পাশাপাশি ইয়ামাগুচির পক্ষেও লড়াইটা সহজ হবে না জানিয়ে রাখলেন ভারতীয় ব্যাডমিন্টনের নতুন রানী। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ হায়দরাবাদি শাটলার এদিন ম্যাচ জিততে সময় নেন মাত্র ৪১ মিনিট ৷ জিতলেন স্ট্রেট গেমে ৷ খেলার ফল ২১-১৫, ২১-১৩ ৷ প্রথম গেম জিততে সিন্ধুর সময় লাগে মাত্র ২২ মিনিট ৷ দ্বিতীয় গেম জেতেন আরও কম সময়ে, ১৯ মিনিটে ৷
advertisement
advertisement
ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী ম্যাচে সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি এদিন ৷ ফলে সহজেই ম্যাচ জেতেন সিন্ধু ৷ টোকিওয়ে ষষ্ঠ বাছাই ভারতীয় তারকা ক্রমেই এগিয়ে চলেছেন পদক জয়ের পথে ৷ ভারতের আশা-ভরসা এখন তিনিই ৷কিন্তু শুক্রবার চলতি টুর্নামেন্টের সবচেয়ে বেশি কঠিন লড়াই সিন্ধুর একথা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কিন্তু অতিরিক্ত চাপ নিতে রাজি নয় ভারতীয় ব্যাডমিন্টনের প্রধান তারকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics :জাপানি ইয়ামাগুচির বিরুদ্ধে কোয়ার্টারে কঠিন চ্যালেঞ্জ সিন্ধুর
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement