Coronavirus -র চতুর্থ ঢেউয়ের ধাক্কায় বেসামাল জাপান, অলিম্পিক্স হতে পারে বাতিল

Last Updated:

করোনা অতিমারি প্রবল অসুবিধা তৈরি করে রেখেছে সব দেশেই৷

#টোকিও: জাপানের শাসক গোষ্ঠীর সিনিয়র নেতা জানিয়েছেন এবারের টোকিও অলিম্পিক্স  (Tokyo Olympics )করোনা ভাইরাস অতিমারির জেরে বাতিল হতে পারে৷ গত বছর নির্ধারিত সময় করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স আয়োজন করা যায়নি৷ তারইমধ্যে চিন্তা বাড়িয়েছে জাপানে করোনা ভাইরাস অতিমারি সংক্রমণের চতুর্থ ঢেউ ( fourth wave)৷ এখনও জাপানে অলিম্পিক্সের ১০০ দিন ঠিক বাকি তার মধ্যেই করোনা সংক্রমণ ফের একবার প্রবল ভাবে বৃদ্ধি পাচ্ছে৷
Liberal Democratic Party-র সাধারণ সচিব Toshihiro Nikai সম্প্রচারকারী চ্যানেলকে বলেছেন, ‘যদি দেখি এটা করা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে সিদ্ধান্ত নিতে হবে এটা বন্ধ করার৷ ’
বাতিল করে দেওয়া নিশ্চিতভাবে একটা অপশন বলে জানিয়েছেন নিকাই৷ তিনি আরও বলেছেন, ‘‘যদি অলিম্পিক্স থেকে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিসের জন্য অলিম্পিক্স৷ ’’
advertisement
জাপানি প্রধানমন্ত্রী Yoshihide Suga -র পক্ষের হেভিওয়েট নেতা নিকাই স্পষ্ট কথা বলার জন্য চর্চিত৷ যেখানে শাসকগোষ্ঠীর অনেক নেতা এই উতপ্ত বিষয়টি নিয়ে কথা বলা এড়িয়ে যান সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন পুরোপুরি বাতিল করে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে৷
advertisement
পৃথিবীর বৃহত্তম স্পোর্টিং ইভেন্ট একবছরের জন্য ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কোনও আন্তর্জাতিক দর্শক অলিম্পিক্স দেখতে পাবেন না জাপান প্রশাসন এই কথাও অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে৷
জাপান করোনা ভাইরাস অতিমারির চতুর্থ ঢেউয়ের সঙ্গে প্রবলভাবে লড়াই করছে৷ টোকিওতে সংক্রমণের হার সবচেয়ে বেশি৷ সরকার এমার্জেন্সি এই মুহূর্তে শেষ করেছে৷ এদিকে ওসাকাতেও প্রবল বেগেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Coronavirus -র চতুর্থ ঢেউয়ের ধাক্কায় বেসামাল জাপান, অলিম্পিক্স হতে পারে বাতিল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement