Tokyo Olympics 2020।Mary Kom: ম্যাগনিফিসেন্ট মেরির অলিম্পিকের চ্যালেঞ্জ শেষ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Tokyo Olympics Mary Kom out after losing to Ingrit Valencia. পারলেন না মেরি কম। ভারতবাসীর কাছে নিঃসন্দেহে দুঃখের দিন। হেরে গেলেন স্প্লিট ডিসিশনে। ম্যাচের ফল ভ্যালেন্সিয়ার পক্ষে ২-৩
#টোকিও: পারলেন না মেরি কম। ভারতবাসীর কাছে নিঃসন্দেহে দুঃখের দিন। হেরে গেলেন স্প্লিট ডিসিশনে। ম্যাচের ফল ভ্যালেন্সিয়ার পক্ষে ২-৩। প্রথম রাউন্ডে এগিয়েছিলেন ভ্যালেন্সিয়া। দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করেন মেরি। জিতে নেন। কিন্তু তৃতীয় রাউন্ডে আবার কিছু গুরুত্বপূর্ণ পাঞ্চ করার জন্য বাজিমাত করলেন ভ্যালেন্সিয়া। ম্যাচের পর চোখে জল নিয়ে প্রতিদ্বন্দ্বীকে জড়িয়ে ধরলেন মেরি। ভারতবাসীর কাছে অলিম্পিকের মঞ্চে এটাই শেষ লড়াই দেখা হয়ে গেল মেরির।
টোকিওর ককোগিকান এরিনায় বৃহস্পতিবার দুপুরে নজর ছিল তামাম ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। দ্বিতীয় ম্যাচে বক্সিং রিংয়ে নামছেন মেরি কম। লক্ষ্য থাকাটাই স্বাভাবিক। কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতের বক্সিং রানীর জয় দেখতে মুখিয়ে ছিল সকলে। আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যেত ছয় বারের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নের। শেষ ম্যাচে ডোমিনিকা মিগুয়েলিনার বিরুদ্ধে ৪-১ জয় পেয়েছিলেন মেরি। সেদিন প্রথম থেকে কিছুটা ডিফেন্সিভ স্ট্যাটিজি অবলম্বন করেছিলেন। শেষ রাউন্ডের জন্য বাঁচিয়ে রেখেছিলেন যাবতীয় শক্তি।
advertisement
কিন্তু অভিজ্ঞতায় মিগুয়েলিনার থেকে অনেক এগিয়েছিলেন ইনগ্রিট ভ্যালেন্সিয়া। রিও অলিম্পিকে মেরি কম কোয়ালিফাই করতে পারেননি। কিন্তু ভ্যালেন্সিয়া ব্রোঞ্জ জিতেছিলেন। প্যান আমেরিকা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছিলেন কলম্বিয়ান বক্সার। মেরির বয়স যেখানে ৩৮, ভ্যালেন্সিয়ার ৩২। দুজনের শেষ সাক্ষাতে অবশ্য রাশিয়ায় জিতেছিলেন মেরি।
advertisement
এমনিতে এটাই ভারতীয় কিংবদন্তি বক্সারের শেষ অলিম্পিক সেটা জানাই ছিল। মেরি পদক না নিয়ে দেশে ফিরতে চান না বহুবার বলেছিলেন। করোনা মহামারীর মধ্যেও পরিবার ছেড়ে নিজের প্রস্তুতি নিয়ে গিয়েছেন। শুধু অলিম্পিক স্বর্ণপদক পাওয়ার জন্য। তাই জয় ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না মেরি কমের কাছে। তবে দুজনেই একে অপরের স্টাইল সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন।
advertisement
মেরির জ্যাব, কাট, কম্বিনেশন পাঞ্চ যে বড় শক্তি সেটা জানতেন ভ্যালেন্সিয়া। অন্যদিকে ভ্যালেন্সিয়ার উচ্চতা, শক্তি এবং দ্রুত ফুটওয়ার্ক সম্পর্কে জানতেন মেরি। তাই লড়াই শুরুর আগে কেউ ফেভারিট ছিলেন না। দেখার ছিল প্রায় চল্লিশ ছুঁতে চলা মেরি লাতিন আমেরিকান বক্সারের বিরুদ্ধে এঁটে উঠতে পারেন কিনা। কারণ শেষ সাক্ষাতে পরাজয়ের বদলা নিতে মুখে ছিলেন ভ্যালেন্সিয়া।মেরি কম বিদায় নিলেন, কিন্তু পেছনে রেখে গেলেন এক জীবন্ত ইতিহাস। যা আগামী দিনে তরুণ বক্সারদের উঠে আসতে সাহায্য করবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 4:13 PM IST