টোকিও: অলিম্পিকের গলফেও চমক দিচ্ছে ভারত ৷ শুক্রবার তৃতীয় রাউন্ডে একটি থ্রি-আন্ডার ৬৭ করে ভারতের গলফার অদিতি অশোক দ্বিতীয় স্থান ধরে রাখতে সফল ৷ তাঁর থেকে উপরে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নেলি কর্দা ৷ দু’জনের মধ্যে ব্যবধানও অত্যন্ত কম ৷ ফলে গলফেও এবার ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন অদিতি অশোক ৷
আগামিকাল, শনিবার চতুর্থ রাউন্ডের খেলা ৷ টোকিওতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ যদিও কোনও কারণে খেলা না হয়, তা হলে অদিতির প্রথম ভারতীয় গলফার হিসেবে অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল ৷ তবে আরও দুটি রাউন্ডের খেলা বাকি রয়েছে ৷ যা হবে ৬ এবং ৭ অগাস্ট ৷ এই লিড ধরে রাখতে পারলেই টোকিওতে ইতিহাস গড়বেন অদিতি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tokyo Olympics 2020