Tokyo 2020 Paralympic Games: লড়াই করবে সবচেয়ে বড় ভারতীয় দল, এই খেলায় পদকের আশা

Last Updated:

Tokyo 2020 Paralympic Games: ২৪ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে এই খেলা শুরু হবে৷

#টোকিও: টোকিও অলিম্পিক্সের পর এখন ভারতীয় অ্যাথলিটরা প্যারা অলিম্পিক্সে  (Tokyo 2020 Paralympics) ভালো পারফর্ম করার আশা করছেন৷ ২৪ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে এই খেলা শুরু হবে৷ ভারত এবাই প্যারা অলিম্পিক্সে সবচেয়ে বড় দল মাঠে নামাবে৷ দেশের ৫৪ জন ক্রীড়াবিদ ৯ টি আলাদা ইভেন্টে নিজেদের পারফরম্যান্স তুলে ধরবেন৷ এতে রযেছে তিরন্দাজি, অ্যাথলেটিক্স , ব্যাডমিন্টন, ক্যানয়িং, শ্যুটিং, তৈরাকি, পাওয়ার লিফটিং, টেবল টেনিস, তাইকন্ডো রয়েছে৷ ভারতীয় প্যারাঅলিম্পিক সমিতির পক্ষ থেকে দীপা মালিক আশা করেছেন এবারের ভারতীয় দল সেরা পারফরম্যান্স করে ইতিহাস তৈরি করবে৷
এবারের ভারতীয় দল গত বারের দলের তুলনায় তিনগুণ বড়৷ ২০১৬ থেকে ২০২০ তে চারটি অতিরিক্ত খেলার জন্য যোগ্যাত পেরিয়েছে ভারত৷ মালিক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দীপা মালিক ভারতীয় দলকে নিয়ে প্রচুর আশা প্রকাশ করেছেন৷ প্যারা অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি পদক জিতেছিলেন৷ বিশ্ব ক্রমতালিকায় ভারতীয়রা ভালো পারফরম্যান্স করায় এবারের ইভেন্টগুলিতে ভালো পারফর্ম করবে৷
advertisement
দীপা জানিয়েছেন এবারের বিভিন্ন ইভেন্টে শীর্ষ স্থানাধিকারী প্লেয়াররা রয়েছেন যাঁরা প্যারাঅলিম্পিক্সে পারফর্ম করতে যাচ্ছেন৷ ২০১৬ তে ভারতীয় দল দুটি সোনার পদক, একটি রুপোর পদক, একটি ব্রোঞ্জ পদক পেয়েছিল৷ বল থ্রোয়িংয়ে রুপো জেতা দীপা গেমজ ভিলেজে সকলের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে৷
advertisement
ভারত হাইজাম্প ও জ্যাভলিন থ্রোতে ভালো পারফর্ম করবে৷ এছাড়াও টেবল টেনিস, জ্যাভলিন থ্রো, পাওয়ার লিফ্টিং, তাইকোন্ডো ও হাই জাম্পেও পদকের আশা করছে৷ গুজরাতের ভাবিনা প্যাটেল, সোনলবেন পটেল ২৫ অগাস্ট থেকে টেবল টেনিস খেলা শুরু করবেন৷ এঁরা দুজনেই এশিয়ান গেমসে পদক জিতেছেন৷
advertisement
প্যারা তাইকোন্ডোতে ভারতের প্রতিনিধিত্ব করবেন ২১ বছরের অরুণা তংবর৷ হরিয়ানার এই ক্রীড়াবিদ মহিলাদেল অনুর্ধ্ব ৪৯ কিলোর ৪৪ বর্গতে অংশ নেবে৷ তিনি এখন বিশ্ব ক্রমতালিকায় ৩০ তম স্থানে রয়েছেন৷ প্যারা পাওয়ার লিফটিংয়ে জয়দীপ ও সকিনা খাতুন ভারতের হয়ে নামবেন৷ বাংলার সাকিনা বেঙ্গালুরুর সাইতে ট্রেনিং পান৷ সাকিনা মহিলাদের ৫০ কেজি বিভাগে অংশ নেবেনষ তিনি ২০১৪ গ্লাসগো তে ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷ এছাড়া ২০১৮ এশিয়ান গেমসে তিনি রুপো পান৷ জয়দীপ ৬৫ কেজি বিভাগে নিজের লড়াই পেশ করবেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo 2020 Paralympic Games: লড়াই করবে সবচেয়ে বড় ভারতীয় দল, এই খেলায় পদকের আশা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement