মা হয়েছেন তো জীবন থমকায় নাকি! ২৫৫ কেজি ভারোত্তলনে সোনা কাশ্মীরি মহিলার

Last Updated:

তাঁর ইচ্ছে, তাঁর হাত ধরে আশপাশের এলাকা থেকে আরও কয়েকজন সাইমা উঠে আসুক!

#শ্রীনগর:  শারীরিক সমস্যার জেরে প্রথমে সন্তান হওয়ার সমস্যা। সন্তান হওয়ার পর ফের মেরুদণ্ডের সমস্যা। তার উপরে সমাজ, আত্মীয়স্বজনের দিক থেকে আসা নানা প্রতিবন্ধকতা। এই সমস্ত বিষয়কে এক তুড়িতে উড়িয়ে আজ তিনি সাফল্যের শিখরে। কাশ্মীরের প্রথম মহিলা পাওয়ার লিফ্টার হিসেবে আজ সবার চর্চার বিষয় হয়ে উঠেছেন সাইমা উবেদ (Saima Ubaid)। ২৭ বছর বয়সী এই এক সন্তানের মা সম্প্রতি চতুর্থ কাশ্মীর পাওয়ার লিফ্টিং বেঞ্চপ্রেস ও ডেডলিফ্ট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। গড়ে ফেলেছেন নতুন রেকর্ড। এই ইভেন্টে ২৫৫ কেজির ভারোত্তোলন করেছেন তিনি।
তবে এই যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। বার বার শারীরিক সমস্যা পিছু নিয়েছে সাইমার। কিন্তু হার মানেননি তিনি। এমনকি বাচ্চা হওয়ার পরও ওয়েট লিফ্টিংয়ের নেশা তাঁকে তাড়া করে বেড়িয়েছে। সমাজ, আত্মীয়-পরিজনের দিক থেকেও প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু সাইমার দৃঢ় চোখ যে বড় কিছুর স্বপ্ন দেখছে! তাই বেশি মাথা ঘামাননি তিনি। সাইমার কথায়, যে মেয়েরা নিজেদের ডানা কেটে স্বপ্নের উড়ানকে থামিয়ে দেয়, তাঁদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে চান তিনি।
advertisement
স্বামী উবেদের (Ubaid) কথায়, সাইমার মধ্যে ওয়েট লিফ্টিংয়ের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। তাই তাঁকে শুরু থেকে সমর্থন করি। প্রতিযোগিতাগুলির কথা মাথায় রেখে প্রশিক্ষণ শুরু হয়েছিল। দিন-রাত পরিশ্রম করতে হয়েছে। আর শেষমেশ সাফল্য আসে। ২০১৮ সালে বিয়ে হয় দু'জনের। কিন্তু সাইমার কিছু শারীরিক সমস্যা ছিল। এক সময়ে চিকিৎসকরা জানিয়ে দেন, কখনও মা হতে পারবেন না সাইমা! কিন্তু সেই লড়াইও জিতে যান তিনি। এখন বছরখানেকের একটি ফুটফুট মেয়ে রয়েছে দম্পতির।
advertisement
advertisement
সন্তান হওয়ার পর থেকে সাইমার মেরুদণ্ডে সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা তাঁকে ওয়ার্ক-আউট থেকে বিরত থাকার পরামর্শ দেন। কিন্তু সাইমার জেদ তাঁকে হার মানতে দেয়নি। দিনের পর দিন ওয়ার্ক-আউট করে যেতে থাকেন। তবে সাইমার স্বামী তাঁর পাশে ছিলেন। সাইমা জানিয়েছেন, তাঁর স্বামীই অনুপ্রেরণা। প্রথম প্রথম অনেকটা ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু জিমে প্রশিক্ষণ থেকে শুরু করে ওয়েট লিফ্টারের পথে এগিয়ে যাওয়ার যাত্রায় সব সময়ে পাশে ছিলেন স্বামী। এই বিষয়ে সাইমার বার্তা, লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রত্যেক স্বামীর তাঁর স্ত্রীর পাশে দাঁড়ানোটা খুব জরুরি। স্ত্রীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিৎ। কারণ স্ত্রীর লক্ষ্য পূরণে স্বামীর যত্ন আর সমর্থনের কোনও বিকল্প নেই।
advertisement
সাইমার কথায়, ছেলে বা মেয়ের মধ্যে কোনও পার্থক্য নেই। পার্থক্যটা আমাদের ধ্যান-ধারণায়। আজকাল প্রতিটি ক্ষেত্রে মেয়েরা তাদের ক্ষমতা প্রমাণ করে দিয়েছে। তবে বাবা-মা বা স্বামীদের পাশে থাকতে হবে। প্রসঙ্গত, বর্তমানে শ্রীনগরে মেয়েদের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেন সাইমা। তাঁর ইচ্ছে, তাঁর হাত ধরে আশপাশের এলাকা থেকে আরও কয়েকজন সাইমা উঠে আসুক!
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মা হয়েছেন তো জীবন থমকায় নাকি! ২৫৫ কেজি ভারোত্তলনে সোনা কাশ্মীরি মহিলার
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement