সন্তান সামলেও সারা দিন কী ভাবে কাটান সানিয়া মির্জা...নিজেই ভিডিও শেয়ার করলেন

Last Updated:

এ দিন একটি ভিডিও শেয়ার করেছেন তিনি তাঁর ইনস্টা হ্যান্ডেলে । সেখানেই তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও ঠিক কতটা ফিট আর দায়িত্বজ্ঞান সম্পন্ন তিনি ।

#হায়দরাবাদ: ভারতের টেনিস সুন্দরী বলা হয় তাঁকে । এক সময় সানিয়া মির্জার ক্রেজ ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত । এখনও অবশ্য সেই ক্রেজ কিছু কমেছে, তেমন বলা যাবে না । তবে সেই সানিয়া আজ অনেক পরিণত, অনেক দায়িত্বশীল, অনেক অর্গানাইজড । সানিয়া এখন শুধু একজন খেলোয়ার বা ফ্যাশন আইকন নন, একজন যত্নশীল মা-ও বটে । পাশাপাশি তিনি একজন স্ত্রী, একজন পরিপূর্ণ নারী ।
তাই সানিয়ার গোটা দিনটাই কেটে যায় এ রকম নানারকম কর্তব্যের গুরু দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে করতে । সম্প্রতি তাঁর সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর গোটা একটা দিনের দিনযাপন । ইনস্টাগ্রামে ৭ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তাঁর । এ দিন একটি ভিডিও শেয়ার করেছেন তিনি তাঁর ইনস্টা হ্যান্ডেলে । সেখানেই তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও ঠিক কতটা ফিট আর দায়িত্বজ্ঞান সম্পন্ন তিনি ।
advertisement
View this post on Instagram

A post shared by Sania Mirza (@mirzasaniar)

advertisement
advertisement
সকালে উঠে নিয়মিত জিম, শরীরচর্চা...তারপর কিছুক্ষণের টেনিস অনুশীলন চলে । এরপর বছর দুয়েকের ছেলে ইজহানের দেখাশোনা করতে করতেই মেকআপ সেরে নেন । শ্যুটিং শুরু হয় এরপর । এরপর অনলাইনেও নিজের গুরুত্বপূর্ণ বার্তা সকলের কাছে পৌঁছে দেন তিনি । এ ভাবেই দিনটা কেটে যায় সানিয়ার ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সন্তান সামলেও সারা দিন কী ভাবে কাটান সানিয়া মির্জা...নিজেই ভিডিও শেয়ার করলেন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement