সাঁতারুর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত শিক্ষক সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে বরখাস্ত করল গোয়া
Last Updated:
#রিষড়া:চরম শাস্তি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরণ রিজিজু নিজের ট্যুইট বার্তায় জানিয়ে দিলেন এই অভিযুক্ত সুরজিৎ গঙ্গোপাধ্যায়কে বরখাস্ত করা হয়েছে গোয়া অ্যাসোসিয়েশনের সাঁতার প্রশিক্ষণের কেন্দ্র থেকে ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আরও কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে নির্দেশ দিতে বলেছেন যেন আর কোনও অ্যাসোসিয়েশন এই কোচকে না চাকরি দে ৷
শিক্ষক দিবসের দিনেই সামনে এল শিক্ষকের জঘন্যতম কীর্তির ভিডিও ৷ বাংলার সোনাজয়ী প্রতিভাবান নাবালিকা সাঁতারুকে যৌন হেনস্থা করলেন তারই কোচ ৷ শ্লীলতাহানির সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ ৷ অভিযোগও দায়ের করা হয়েছে রিষড়ার ওই জনপ্রিয় কোচ সুরজিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ৷
থানায় ওই কিশোরীর বাবা অভিযোগ দায়ের করেন ৷ ঘটনাটি ঘটেছে গোয়ায় ৷ ওই কিশোরীর অভিযোগ, গত ৬ মাস ধরে তার শ্লিলতাহানি করছেন সুরজিতবাবু ৷ ভিডিওতেও স্পষ্ট ধরা পড়ে ঘরে ঢুকেই কিশোরীর শরীর স্পর্শ করছেন ওই কোচ ৷ পুলিশকে ওই কিশোরী জানায়, গোয়ায় আসার পর থেকেই স্যারের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল ৷ তাই পরিকল্পনা করেই এই ভিডিওটি করেছে সে ৷
advertisement
advertisement
তবে প্রথমে রিষড়া থানা অভিযোগ নিতে অস্বীকার করেছিল বলে অসন্তোষ প্রকাশ করেন কিশোরীর বাবা ৷ থানা থেকে তাঁদের বলা হয়, গোয়ায় ঘটনা ঘটেছে তাই সেখানে যেন অভিযোগ নথিভুক্ত করা হয় ৷ কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে যেতেই নড়েচড়ে বসে রিষড়া থানার পুলিশ ৷
ওই সাঁতারুর পরিবার জানায়, মেয়ের পারর্ম্যান্স ক্রমেই খারাপ হচ্ছিল ৷ জলে নেমেও স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারছিল না সে ৷ এতেই সন্দেহ হয় পরিবারের ৷ মেয়েকে জিজ্ঞাসা করতেই জানা যায় গোটা ঘটনা ৷
advertisement
ঘটনার তীব্র প্রতিবাদ করে ও কড়া পদক্ষেপ নেওয়ার অশ্বাস দিয়ে ট্যুইট করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রিড়াপ্রতিমন্ত্রী কিরেণ রিজেজু ৷
I've taken a strong view of the incident. The Goa Swimming Association has terminated the contract of coach Surajit Ganguly. I'm asking the Swimming Federation of India to ensure that this coach is not employed anywhere in India. This applies to all Federations & disciplines. https://t.co/q6H1ixZVsi
— Kiren Rijiju (@KirenRijiju) September 5, 2019
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2019 9:20 PM IST

