‘‘মুখ্যমন্ত্রীর কাছে কিছুই চাওয়ার নেই’’, জানালেন সোনাজয়ী স্বপ্নার মা

Last Updated:
#জলপাইগুড়ি :  অভাব তাদের নিত্যসঙ্গী ৷ আজ মেয়ে সোনা জিতেছে তারই আলোয় উজ্জ্বল মুখ স্বপ্না বর্মনের মা-বাবার ৷ কিন্তু মেয়ের পারফরম্যান্সের জন্য মুখ ফুটে কারোর থেকে কিছু চাইতে পারবেন না তাঁরা ৷
এতটাই ব্যক্তিত্ব তাঁদের ৷ যে জোরই রক্ত হয়ে স্বপ্নার শিরায় বইছে ৷ যাতে সে অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়েও হেপ্টাথেলেনর মত কঠিন ইভেন্টে পারফর্ম করতে পেরেছে ৷ যার জন্যেই সে মারাত্মক চোট সারিয়েও ফের ট্র্যাকে ফেরার কথা ভাবতে পেরেছে ৷ ভাবতে পেরেছে এভাবে ফিরে এসেও সোনা জেতা যায় ৷
শারীরিক অসুস্থতার কারণে স্বপ্নার বাবা কোনও কাজ করতে পারেন না ৷ এই মুহূর্তে কোনও কাজ করেন না স্বপ্নার মা বাসনা বর্মনও ৷ তাঁর ভাই মিস্ত্রির কাজ করেন ৷ কিন্তু যখন মন্ত্রী গৌতম দেব তাঁদের সামনে যান তখনও তাঁরা কোনও কিছু চাননা ৷ এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলেও কোনো কিছু চান না ৷
advertisement
advertisement
আসলে তাঁদের মেয়ে নিজের পারফরম্যান্সের যোগ্যতায় গোটা দেশের কুর্নিশ আদায় করে নিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী নিজেই সোনার মেয়ের জন্য ১০ লক্ষ টাকার পুরস্কার ও চাকরির ঘোষণা করে দিয়েছেন ৷ যাতে পারফরম্যান্সের পথে আর্থিক চিন্তা বাধা হয়ে না দাঁড়ায় ৷
advertisement
স্বপ্না-র মতো মেয়েরাই পারে , কারণ হাজারটা না পাওয়া থাকলেও তাদের পরিবারের পূর্ণ সমর্থন তাঁরা পান ৷ আর সেটাই তাদের লড়াইয়ের রশদ ৷ আসলে তো সাতটি ইভেন্টের লড়াই সকলে দেখতে পান ৷ আর যে লড়াই স্বপ্না লড়ছেন ট্র্যাকের বাইরে তা যে অগুণতি ৷ বাসনাদেবী-র বাসনা পূরণ করে আরও স্বপ্ন দেখান স্বপ্না এটাই চায় বাঙালিরা, চায় ভারতীয়রা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘মুখ্যমন্ত্রীর কাছে কিছুই চাওয়ার নেই’’, জানালেন সোনাজয়ী স্বপ্নার মা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement