‘‘মুখ্যমন্ত্রীর কাছে কিছুই চাওয়ার নেই’’, জানালেন সোনাজয়ী স্বপ্নার মা
Last Updated:
#জলপাইগুড়ি : অভাব তাদের নিত্যসঙ্গী ৷ আজ মেয়ে সোনা জিতেছে তারই আলোয় উজ্জ্বল মুখ স্বপ্না বর্মনের মা-বাবার ৷ কিন্তু মেয়ের পারফরম্যান্সের জন্য মুখ ফুটে কারোর থেকে কিছু চাইতে পারবেন না তাঁরা ৷
এতটাই ব্যক্তিত্ব তাঁদের ৷ যে জোরই রক্ত হয়ে স্বপ্নার শিরায় বইছে ৷ যাতে সে অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়েও হেপ্টাথেলেনর মত কঠিন ইভেন্টে পারফর্ম করতে পেরেছে ৷ যার জন্যেই সে মারাত্মক চোট সারিয়েও ফের ট্র্যাকে ফেরার কথা ভাবতে পেরেছে ৷ ভাবতে পেরেছে এভাবে ফিরে এসেও সোনা জেতা যায় ৷
শারীরিক অসুস্থতার কারণে স্বপ্নার বাবা কোনও কাজ করতে পারেন না ৷ এই মুহূর্তে কোনও কাজ করেন না স্বপ্নার মা বাসনা বর্মনও ৷ তাঁর ভাই মিস্ত্রির কাজ করেন ৷ কিন্তু যখন মন্ত্রী গৌতম দেব তাঁদের সামনে যান তখনও তাঁরা কোনও কিছু চাননা ৷ এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলেও কোনো কিছু চান না ৷
advertisement
advertisement
আসলে তাঁদের মেয়ে নিজের পারফরম্যান্সের যোগ্যতায় গোটা দেশের কুর্নিশ আদায় করে নিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী নিজেই সোনার মেয়ের জন্য ১০ লক্ষ টাকার পুরস্কার ও চাকরির ঘোষণা করে দিয়েছেন ৷ যাতে পারফরম্যান্সের পথে আর্থিক চিন্তা বাধা হয়ে না দাঁড়ায় ৷
advertisement
স্বপ্না-র মতো মেয়েরাই পারে , কারণ হাজারটা না পাওয়া থাকলেও তাদের পরিবারের পূর্ণ সমর্থন তাঁরা পান ৷ আর সেটাই তাদের লড়াইয়ের রশদ ৷ আসলে তো সাতটি ইভেন্টের লড়াই সকলে দেখতে পান ৷ আর যে লড়াই স্বপ্না লড়ছেন ট্র্যাকের বাইরে তা যে অগুণতি ৷ বাসনাদেবী-র বাসনা পূরণ করে আরও স্বপ্ন দেখান স্বপ্না এটাই চায় বাঙালিরা, চায় ভারতীয়রা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2018 7:05 PM IST