হকিতে সোনা পাবে না ভারত, অ্যাথলেটিক্সে ফের সোনা, জিতলেন জিনসেন জনসন

Last Updated:

অ্যাথলেটিক্সে ফের সোনা ভারতের ঝোলায়, নিরাশ করল পুরুষ হকি দল

#জাকার্তা :রুদ্ধশ্বাস হকি ম্যাচ  ৷ মালয়শিয়ার সঙ্গে সেমিফাইনালে এনকাউন্টার যতটা সহজ হবে মনে করেছিলেন ভারতীয় ফ্যানরা ততটা হল না ৷
নির্ধারিত সময়ে খেলা দাঁড়ায় ২-২ এ ৷ কিন্তু নির্ধারিত সময়ের খেলার একদম শেষ মুহূর্তে গোল শোধ করে দেয় মালয়শিয়া ৷ সেই যে ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারপরে টাইব্রেকারেও তারাই বাজিমাত করে ৷ ৬-৭ তারা হেরে যায় ৷ শেষ হয়ে যায় সোনা জয়ের স্বপ্ন ৷
এদিকে এবারের এশিয়ান গেমসে একের পর এক ম্যাচ ঐতিহাসিক গোলের ব্যবধানে জিতে নজির তৈরি করেছিলেন শ্রীজেশরা ৷ কিন্তু সেমিফাইনালে তাদের সাধের স্বপ্নের বেলুন কেমন যেন পিন ফুটিয়ে দিল মালয়শিয়া ৷
advertisement
advertisement
এবার তারা তৃতীয় স্থানাধিকারী অর্থাৎ ব্রোঞ্জের জন্য খেলবে ৷ এদিকে হকিতে ব্যর্থতার দিনে আরও একটি ব্রোঞ্জ পদক এল অ্যাথলেটিক্সে ৷ সীমা পুনিয়া ডিসকাস থ্রোয়ে ৬২.২৬ মিটার ছুঁড়ে জিতে নিলেন ব্রোঞ্জ পদক ৷
এছাড়া হকির ব্যর্থতার দিনে  ফের একবার অ্যাথলেটিক্স সোনার হাসি এনে দিল ৷ ১৫০০ মিটারে জিনসেন জনসন জিতে গেলেন ৷  দৌড় শেষ করেন 3:44:72 ৷ এই ইভেন্টে চতুর্থ হয়ে শেষ করলেন ৮০০ মিটারের সোনা জয়ী মনজিৎ সিং ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হকিতে সোনা পাবে না ভারত, অ্যাথলেটিক্সে ফের সোনা, জিতলেন জিনসেন জনসন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement