হকিতে সোনা পাবে না ভারত, অ্যাথলেটিক্সে ফের সোনা, জিতলেন জিনসেন জনসন

Photo Courtesy : Sunil Deodhar/ Twitter Handle

Photo Courtesy : Sunil Deodhar/ Twitter Handle

অ্যাথলেটিক্সে ফের সোনা ভারতের ঝোলায়, নিরাশ করল পুরুষ হকি দল

  • Last Updated :
  • Share this:

    #জাকার্তা :রুদ্ধশ্বাস হকি ম্যাচ  ৷ মালয়শিয়ার সঙ্গে সেমিফাইনালে এনকাউন্টার যতটা সহজ হবে মনে করেছিলেন ভারতীয় ফ্যানরা ততটা হল না ৷

    নির্ধারিত সময়ে খেলা দাঁড়ায় ২-২ এ ৷ কিন্তু নির্ধারিত সময়ের খেলার একদম শেষ মুহূর্তে গোল শোধ করে দেয় মালয়শিয়া ৷ সেই যে ম্যাচের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারপরে টাইব্রেকারেও তারাই বাজিমাত করে ৷ ৬-৭ তারা হেরে যায় ৷ শেষ হয়ে যায় সোনা জয়ের স্বপ্ন ৷

    এদিকে এবারের এশিয়ান গেমসে একের পর এক ম্যাচ ঐতিহাসিক গোলের ব্যবধানে জিতে নজির তৈরি করেছিলেন শ্রীজেশরা ৷ কিন্তু সেমিফাইনালে তাদের সাধের স্বপ্নের বেলুন কেমন যেন পিন ফুটিয়ে দিল মালয়শিয়া ৷

    আরও পড়ুন -ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের, ৫০ পেরোতেই ৪ উইকেট হারাল

    এবার তারা তৃতীয় স্থানাধিকারী অর্থাৎ ব্রোঞ্জের জন্য খেলবে ৷ এদিকে হকিতে ব্যর্থতার দিনে আরও একটি ব্রোঞ্জ পদক এল অ্যাথলেটিক্সে ৷ সীমা পুনিয়া ডিসকাস থ্রোয়ে ৬২.২৬ মিটার ছুঁড়ে জিতে নিলেন ব্রোঞ্জ পদক ৷

    এছাড়া হকির ব্যর্থতার দিনে  ফের একবার অ্যাথলেটিক্স সোনার হাসি এনে দিল ৷ ১৫০০ মিটারে জিনসেন জনসন জিতে গেলেন ৷  দৌড় শেষ করেন 3:44:72 ৷ এই ইভেন্টে চতুর্থ হয়ে শেষ করলেন ৮০০ মিটারের সোনা জয়ী মনজিৎ সিং ৷

    First published:

    Tags: 2018 Asian games, Asian Games 2018, Jakarta Asian Games, Jakarta-Palembang