‘I Retire ’- পিভি সিন্ধুর পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:

পিভি সিন্ধুর পোস্টে ফ্যানরা স্তম্ভিত৷

#হায়দরাবাদ : পিভি সিন্ধুর পোস্টে ফ্যানরা স্তম্ভিত৷ হায়দরাবাদি শাটলারের নতুন পোস্টে রিটায়েরমেন্ট শব্দটি লিখেছেন নিজের টাইমলাইনে৷ সিন্ধু নিজের দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘ডেনমার্ক ওপেন আমার ফাইনাল পদক্ষেপ৷ তাই সিদ্ধান্ত নিয়েছেন অবসরের! সোশ্যাল মিডিয়ায় এরপরই ভাইরাল হয়ে যায়৷
তিনি নিজের পোস্টে লিখেছেন, ‘আমার এখন মনে হচ্ছে চারপাশ পরিষ্কার রাখা হবে কি করে৷ আমি স্বীকার করছি আমি এটা মানিয়ে নিতে লড়াই করছি৷ এটা একেবারে ভুল হচ্ছে তোমরা জানো৷ তাই আমি আজ লিখছি তোমাদেরকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি৷ ’
তিনি আরও লিখেছেন , ‘আমি জানি তোমরা শকড ও বুঝতে পারছ না গোটা বিষয়টা৷ তোমরা এটা পড়লে পুরো বিষয়টা বুঝতে পারবে৷ আশা করি এটাকে সমর্থণ করবে৷ ’
advertisement
advertisement
অলিম্পিক্সে রৌপ্য পদকজয়ী পিভি সিন্ধু আরও বলেছেন, ‘এই অতিমারি আমার চোখ খুলে দিয়েছে৷ আমি কঠিনতম প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ের জন্য দারুণ হাড়ভাঙা ট্রেনিং করতে পারি৷ দাঁত-নখ সবকিছু দিয়ে ল়ড়াই করি৷ যতক্ষণ না ম্যাচের ফাইনাল শট হচ্ছে৷ আমি এটা আগেও করেছি, আমি এটা আবারও করছি৷  কিন্তু কীভাবে আমি এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব৷ এটা গোটা পৃথিবীকে লন্ডভন্ড করে ফেলেছি৷ বাড়িতে আমি আছি মাসের পর মাস৷ এখনও প্রতিসময় বাড়ির বাইরে পা ফেলার সময় ভাবছি৷ এই পরিস্থিতির সময় প্রচুর হৃদয়বিদারক একটার পর একটা ঘটনা পড়ছি৷ যার পর প্রশ্ন উঠেছে আমরা কোন পৃথিবীতে বসবাস করি৷ ডেনমার্ক ওপেনে ভারতের প্রতিনিধিত্ব না করতে পারাটা এটারই শেষ পদক্ষেপ৷
advertisement
‘আজ আমি এই অসম্ভব পরিস্থিতি থেকে অবসর নিচ্ছি৷ আমি এই নেগেটিভিটি থেকে অবসর নিচ্ছি৷ সর্বক্ষণের এই ভয় অস্বাচ্ছন্দ্য থেকে অবসর নিচ্ছি৷ এই সর্বক্ষণের না জানার আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে অবসর নিচ্ছি৷ ’
তিনি আরও জানিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এই নিম্নমানে স্বাস্থ্য পরিস্থিতি ভাইরাসের বিরুদ্ধে অজানা আতঙ্ক থেকে রিটায়ার করছি৷ তিনি বলেছেন এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে৷
advertisement
নিজের পোস্টে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি খেলা থেকে রিটায়রমেন্ট করছেন না৷ অবসর নিচ্ছেন বর্তমানের এই ভয়ের পরিস্থিতি থেকে, এই আতঙ্কের দিন গোনা থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘I Retire ’- পিভি সিন্ধুর পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড়
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement