কেমন হল সানিয়া মির্জার সাধ! শোয়েবকে কী বার্তা দিলেন হবু মা
Last Updated:
#হায়দরাবাদ: সানিয়া মির্জা সন্তানসম্ভবা ৷ আর কয়েক দিন বাদেই সানিয়া-শোয়েবের ঘরে আসবে খুদে মির্জা-মালিক ৷ তার আগে আর পাঁচজন সন্তানসম্ভবার মতো তাঁকেও সকলেই খুশি রাখতে কসুর করছেন না ৷
সানিয়া-র বাড়ির লোকেরা এক বিশেষ মিষ্টি ধরণের বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন ৷ যার থিম ছিল ‘pyjama party’ ৷ সকলেই নানারকমের মজার ড্রেস পরেছিলেন ৷ ছিল বহু নবজাতকের উদ্দেশ্যে কেক কাটা ৷
advertisement
advertisement
তবে সানিয়া নিজের এই পায়জামা পার্টিতে বেবি শাওয়ারের চেয়ে পায়জামা পার্টি ট্যাগলাইনটাই বেশি পছন্দ করেছেন ৷ এদিকে সানিয়ার এই বিশেষ দিনে পাশে ছিলেন না শোয়েব মালিক ৷ তিনি এই মুহূর্তে ক্রিকেটে ব্যস্ত ৷ তাই নিজের ভালোবাসাকে মিস করার আক্ষেপ করেছেন সানিয়া ৷ তবে এও বলেছেন দায়িত্ব সবার আগে ৷
এদিকে এই পায়জামা পার্টিতে সানিয়া ও তাঁর বোন যেভাবে মজা করেছেন তা নিঃসন্দেহে সকলকেই আনন্দ দিয়েছে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2018 2:28 PM IST