দীপার জন্মদিনে শুভেচ্ছাবার্তা সচিনের, ২৭ -র সোনার মেয়ে ভাসলেন শুভেচ্ছার জোয়ারে

Last Updated:

মাস্টারব্লাস্টার দীপার সঙ্গে একই স্টেজে বসে থাকা একটি ছবি শেয়ার করেছেন৷ তার সঙ্গে দিয়েছেন নিজের শুভেচ্ছাবার্তা৷

#মুম্বই: অলিম্পিক গেমসে -র জিমন্যাস্টিক বিভাগে অংশ নেওয়া প্রথম ভারতীয় অ্যাথলিট দীপা কর্মকারের রবিবার জন্মদিন৷ ২৭-র দীপা কে গোল্ডেন গার্লও বলা হয়৷ ত্রিপুরার আগরতলার দীপা অলিম্পিক্সে জিমন্যাস্টিক ইভেন্টে চতুর্থ হয়েছিলেন৷ সারা দেশকে তিনি যে গর্বের জায়গায় পৌঁছে দিয়েছিলেন তা আজও সকলের মনে অম্লান৷
দীপার জন্মদিনে বহু মানুষই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁর মধ্যে সবচেয়ে স্পেশাল সচিনের শুভেচ্ছা৷ মাস্টারব্লাস্টার দীপার সঙ্গে একই স্টেজে বসে থাকা একটি ছবি শেয়ার করেছেন৷ তার সঙ্গে দিয়েছেন নিজের শুভেচ্ছাবার্তা৷
advertisement
advertisement
মাত্র ৬ বছর বয়সে জিমন্যাস্টিকেই নিজেকে ডুবিয়ে দেন৷ দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী তাঁকে ধীরে ধীরে গড়ে তোলেন৷ ২০১৪ -তে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতেন দীপা৷ তিনিই প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে কমনওয়েলথ গেমসে পদক জয়ের ইতিহাস তৈরি করেন৷ ২০১০-র সন্তোষ কুমারের পর তিনি কমনওয়েলেথ পদক জিতেছিলেন৷
২০১৫ তে দীপা কর্মকার প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ -র ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন৷  দীপা কর্মকার ২০১৬ তে অলিম্পিক্সে -র জিমন্যাস্টিকের মূল পর্বে ওঠেন৷ ভারতের ৫২ বছরের ইতিহাসে যা প্রথম ছিল৷
advertisement
দীপা কর্মকার গ্লোবাল জিমন্যাস্টিক ইভেন্টে সোনার পদকও জিতেছিলেন তিনি৷ এটাও তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে জিতেছিলেন৷ ২০১৭ তে দীপা কর্মকার ফোর্বসের সুপার অ্যাচিভার্স ফ্রম এশিয়া তালিকাতেও জায়গা পেয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দীপার জন্মদিনে শুভেচ্ছাবার্তা সচিনের, ২৭ -র সোনার মেয়ে ভাসলেন শুভেচ্ছার জোয়ারে
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement