ক্রিকেটের ছায়া টেনিসে, ফিক্সিং বিতর্কে আটক রুশ টেনিস সুন্দরী
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ফ্রেঞ্চ ওপেনে ফিক্সিং করে ম্যাচ খেলার অভিযোগ উঠেছে রাশিয়ান টেনিস সুন্দরী ইয়ানা সিজিকোভার বিরুদ্ধে। যিনি বৃহস্পতিবার ডবলসের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ান জুটি স্টর্ম স্যান্ডার্স ও আজিয়া টমলিয়ানোভিচের কাছে হেরে গেছেন
স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার প্যারিসের পুলিশ ইয়ানা সিজিকোভাকে গ্রেপ্তার করেছে। ডবলস র্যাঙ্কিংয়ে ১০১ নম্বর এই টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগটি অবশ্য এক বছরের পুরনো। ২০২০ ফ্রেঞ্চ ওপেনে তিনি নাকি একটি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন। ওই আসরেও প্রথম রাউন্ডেও বাদ পড়েছিলেন সিজিকোভা। সেবার তার সঙ্গী ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গল। তাঁরা দুজন সেবার রোমানিয়ার আন্দ্রেয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া টিগের কাছে হেরেছিলেন।
advertisement
এএফপি আরও জানিয়েছে, সেবার ফ্রান্সের বাইরে প্রথম রাউন্ডের এই ম্যাচ নিয়ে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা হয়। দ্বিতীয় সেটের পঞ্চম গেমে সিজিকোভা খুবই অস্বাভাবিক দুটি ডাবল ফল্ট করেছিলেন। এই কারণে সন্দেহবশতঃ ২৬ বছর বয়সী সিজিকোভাকে পুলিশ আটক করেছে। আপাতত সিজিকোভার প্যারিস ছেড়ে নিজ দেশে ফেরা হচ্ছে না। তদন্তের স্বার্থেই তাকে আটক রাখা হবে।
advertisement
advertisement
তবে এদিন তিনি মুক্তি পেয়েছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন জেনেশুনে কোনও অপরাধ করেননি টেনিস তারকা। যেভাবে অভিযোগ আনা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। তবে মুক্তি পেলেও টেনিস সুন্দরীর ওপর মামলা চালানো হবে। দোষী প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড এবং বিশাল পরিমাণ আর্থিক পেনাল্টি দিতে হতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2021 11:05 PM IST