Bahrain GP: সাংঘাতিক! ধাক্কা লেগে আগুন লেগে গেল গাড়িতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফর্মুলা ওয়ান চালক

Last Updated:

৩৪ বছর বয়সি ফর্মুলা ওয়ান চালকের শুধু হাতেই চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷

#বাহরিন: বিশ্বের এক নম্বর রেসিং ফর্মুলা ওয়ান ৷ জীবনের ঝুঁকি নিয়েই এফ১-এর ট্র্যাকে নামেন বিশ্বের সেরা ড্রাইভাররা ৷ বাহরিন গ্রাঁ প্রি-র রেস ডে-তে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ৷ অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাস ফর্মুলা ওয়ান দলের চালক রোমাঁ গ্রসাঁ ৷ তাঁর গাড়ি গিয়ে ধাক্কা লাগতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ৷ সেইসময়ে তাঁর গাড়ির গতিবেগ ছিল ২১৫ কিমি প্রতি ঘণ্টা ৷ কোনওমতে রোমাঁকে গাড়ি থেকে বের করে আনতে পারেন রেস ট্র্যাকের উদ্ধারকারীরা ৷
ধাক্কা লাগতেই দু’-টুকরো হয়ে যায় গাড়িটি ৷ এবং আগুন ধরে যাওয়ায় মৃত্যুর মুখ থেকেই বেঁচে ফিরেছেন ফরাসি ফর্মুলা ওয়ান চালক ৷
advertisement
৩৪ বছর বয়সি ফর্মুলা ওয়ান চালকের শুধু হাতেই চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ টিভি ক্যামেরায় দুর্ঘটনার পুরো দৃশ্যই ধরা পড়ে ৷ যা দেখে আঁতকেই উঠতে হয় ৷ ফর্মুলা ওয়ান সংস্থার (FIA) তরফে পরে জানানো হয়, রোমাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে হেলিকপ্টারে এমডিএফ এমসি সেনা হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতাল থেকেই রোমাঁ জানিয়েছেন, তিনি ঠিক আছেন ৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বেঁচে যাওয়ার জন্য ফর্মুলা ওয়ানের গাড়িগুলিতে ব্যবহৃত নতুন ‘হ্যালো প্রোটেকশন বার’-এর কথাও উল্লেখ করেছেন রোমাঁ ৷ এটি থাকার জন্যই তিনি এ যাত্রায় প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছেন ফরাসি এফ১ ড্রাইভার ৷ এই হ্যালো সুরক্ষা ব্যবস্থায় একটি টাইটেনিয়াম বার থাকে গাড়িতে ৷ যাতে দুর্ঘটনা ঘটলে কোনও বস্তু চালকের মাথায় এসে না পড়ে ৷ এর জেরেই প্রাণে বাঁচলেন রোমাঁ ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Bahrain GP: সাংঘাতিক! ধাক্কা লেগে আগুন লেগে গেল গাড়িতে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফর্মুলা ওয়ান চালক
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement