PV Sindhu|| Tokyo Olympics 2020: জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে অলিম্পিক্সের সেমিফাইনালে পিভি সিন্ধু
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাই জু (Tai Tzu) ( Ranking-2 Chinese Taipae) / রাতচানোক ইনাননোন (Ratcanok inanon) (Ranking-5 Thiland) এদের যে জিতবে তাঁর বিরুদ্ধে সিন্ধু খেলবে৷
#টোকিও: ভাবা হয়েছিল শুক্রবার দুপুরে চলতি অলিম্পিক গেমসের সবচেয়ে কঠিন পরীক্ষায় নামতে চলেছেন পি ভি সিন্ধু। উল্টোদিকে ছিলেন জাপানের আকেনে ইয়ামাগুচি। একটা সময় পর্যন্ত বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা ছিলেন তিনি। এই মুহূর্তে ৫ নম্বর। সিন্ধু ৭। কিন্তু সিন্ধুর সিংহ গর্জনে ঘরের মেয়ে বিশেষ সুবিধা করতে পারলেন না৷ স্ট্রেট সেটে পিভি সিন্ধু জিতে নিলেন সেমিফাইনালের টিকিট৷
খেলার ফল ২১-১৩, ২২-২০৷ প্রথম গেমে জাস্ট প্রতিপক্ষকে খাপ খুলতে দেননি ভারতীয় শাটলার৷
দ্বিতীয় গেমে জাপানি ইয়ামাগুচি কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সিন্ধু অপ্রতিরোধ্য ছিলেন দ্বিতীয় গেম জিতে নেন ২২-২০ তে৷
advertisement
এদিকে রিও অলিম্পিক্সের পর ফের একবার অলিম্পিক্স পদক জয়ের হাতছানি হায়দরাবাদি এই শাটলারের সামনে৷
India's badminton ace @Pvsindhu1 enters #TokyoOlympics SF after defeating Japan's Akane Yamaguchi 21- 13 22-20#Badminton #Olympics #Cheer4India pic.twitter.com/ad1BXH4iTY
— SAIMedia (@Media_SAI) July 30, 2021
advertisement
Such a thrilling match @Pvsindhu1 !!! 🏸
India 🇮🇳 storms into the Semi Finals ! Superb Game! https://t.co/K37PPuuzRC pic.twitter.com/OFcJkipBbe — Anurag Thakur (@ianuragthakur) July 30, 2021
মাত্র পাঁচ ফুট এক ইঞ্চির উচ্চতা নিয়েও দুরন্ত রিফ্লেক্স এবং কোর্ট কভারেজ তার অন্যতম শক্তি। সিন্ধুর বিরুদ্ধে খেলেছেন মোট ১৮ বার। সিন্ধু জিতেছেন ১১ বার। ইয়ামাগুচির জয় সাতটি।
advertisement
উচ্চতা, শক্তিতে ভারতীয় তারকা এগিয়ে থাকলেও, ইয়ামাগুচি কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এদিন সিন্ধু জিতে যাওয়ার পর জাপানি তারকা অন্য একটি ম্যাচে খেলছিলেন। সিন্ধুর দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক সেই ম্যাচ পুরো দেখেছেন। সিন্ধু জানিয়েছিলেন ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একটা সময় ফোকাস হারিয়ে ফেলেছিলেন। নিজের ডিফেন্সে বেশি জোর দিচ্ছিলেন। কিন্তু পেছন থেকে পার্ক টানা ভুল ধরিয়ে যাচ্ছিলেন। সেইমতো নিজেকে শুধরে নিয়েছিলেন দ্বিতীয় গেমে।
advertisement
জাপানির বিরুদ্ধে ম্যাচ আরও কঠিন হবে মেনেছিলেন ভারতীয় তারকা। তবে পাশাপাশি ইয়ামাগুচির পক্ষেও লড়াইটা সহজ হবে না জানিয়েছিলেন রাখলেন ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে হারিয়ে অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠছিলেন ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ হায়দরাবাদি শাটলার এদিন ম্যাচ জিততে সময় নেন মাত্র ৪১ মিনিট ৷ জিতলেন স্ট্রেট গেমে ৷ খেলার ফল ২১-১৫, ২১-১৩ ৷ প্রথম গেম জিততে সিন্ধুর সময় লাগে মাত্র ২২ মিনিট ৷ দ্বিতীয় গেম জেতেন আরও কম সময়ে, ১৯ মিনিটে ৷
advertisement
ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী ম্যাচে সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি এদিন ৷ ফলে সহজেই ম্যাচ জেতেন সিন্ধু ৷ টোকিওয়ে ষষ্ঠ বাছাই ভারতীয় তারকা ক্রমেই এগিয়ে চলেছেন পদক জয়ের পথে ৷ ভারতের আশা-ভরসা এখন তিনিই ৷কিন্তু শুক্রবার চলতি টুর্নামেন্টের সবচেয়ে বেশি কঠিন লড়াই সিন্ধুর একথা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কিন্তু অতিরিক্ত চাপ নিতে রাজি নয় ভারতীয় ব্যাডমিন্টনের প্রধান তারকা।
Location :
First Published :
July 30, 2021 3:17 PM IST