দুরন্ত সিন্ধু-র ওকুহারা বধ, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতীয় তারকা
Last Updated:
চিনে শোনা যাচ্ছে সিন্ধু গর্জন ৷ বিশ্ব ব্যাডমিন্টনে ফের স্বপ্ন দেখাচ্ছেন হায়দরাবাদি ৷
#নানজিং : নেমেসিস জাপানি ওকুহারার বিরুদ্ধে স্কোরলাইন ৬-৬ করে ফেললেন পিভি সিন্ধু ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতবার এই ওকুহারার কাছেই হেরে রূপো নিয়ে সন্তুষ্ট হতে হয়েছিল সিন্ধুকে ৷ এবার কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে দিলেন হায়দরাবাদি শাটলার ৷ আর পৌঁছে গেলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৷
শেষ চারের লড়াইতে পিভি সিন্ধুর প্রতিপক্ষ জাপানি ওকানে ইয়ামাগুচি ৷ কোয়ার্টার ফাইনালে ৫৮ মিনিটে ম্যাচ নিজের পকেটে পুড়ে নেন হায়দরাবাদি শাটলার ৷ খেলার ফল ২১- ১৭, ২১-১৯ ৷
শুরুতে একটু ধীরে খেলছিলেন ভারতীয় তারকা ৷ প্রথম গেমে-র শুরুতেই এগিয়ে যান ওকুহারা ৷ দারুণ ছন্দে থাকা ওকুহারা প্রথমে ৫-০ ও পরে ১১-৮ এগিয়ে ছিলেন ৷ সেখান থেকে ১১-১১ করার পর ম্যাচ রাশ আর বিপক্ষের হাতে যেতে দেননি সিন্ধু ৷
advertisement
advertisement
এদিকে মহিলা সিঙ্গলসে সিন্ধু জিতলেও পুরুষদের সিঙ্গলসে সাই প্রণীথ হেরে যাওয়ায় আর পুরুষ বিভাগে ভারতীয় প্রতিনিধি রইলেন না ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2018 9:43 AM IST