corona virus btn
corona virus btn
Loading

‘মা-কে জন্মদিনে কী উপহার দেব ভাবছিলাম, অবশেষে এই সোনাই দিলাম...’: সিন্ধু

‘মা-কে জন্মদিনে কী উপহার দেব ভাবছিলাম, অবশেষে এই সোনাই দিলাম...’: সিন্ধু
  • Share this:

#হায়দরাবাদ: সোনার মেয়ে সিন্ধু। টুইটে শুভেচ্ছার বন্যা। মায়ের জন্মদিনের দিনই মেয়ের বিশ্বজয়। যা সেরা প্রাপ্তি বলছেন মা পি বিজয়া।

রবিবার বিকেলে। হায়দরাবাদে ঠায় টিভির সামনেই বসেছিল সিন্ধুর পরিবার। শেষ দু’বার ফাইনালে উঠে রানার্স হয়েছিলেন ২৪ বছর বয়সী পিভি সিন্ধু। এবার তিনি চ্যাম্পিয়ন। মায়ের জন্মদিনের দিনেই বিশ্বজয় মেয়ে সিন্ধুর।

২০১৩ সালে বিশ্ব ব্যাডমিনটনে প্রথমবার ব্রোঞ্জ জিতেছিল সিন্ধু। সাতবছর পর সোনা। তিন বছর আগে রিও’তে অলিম্পিকে রূপো জয়। এদিনের বাসেল যেন সবকিছুকে ছাপিয়ে গেল। সিন্ধু সোনা উৎসর্গ করেছেন নিজের মা-কেই। তিনি বলেন, ‘‘ আজ আমার মা-র জন্মদিন। ভাবছিলাম মাকে কী উপহার দেব। অবশেষে এই সোনাই তাঁকে উপহার দিলাম।’’ তাঁর কথা শুনে টুর্নামেন্টের ব্রডকাস্টিং চ্যানেলের সঞ্চালকও ‘হ্যাপি বার্থডে’ গেয়ে ওঠেন।

আরও দেখুন--

First published: August 26, 2019, 9:22 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर