করোনার ‘মহাকোপ’, ইউএস ওপেনে পুরস্কার মূল্য এক ধাক্কায় কমে গেল ৬.৩৬ কোটি টাকা!

Last Updated:

করোনা ভাইরাসের মারণ সংক্রমণে সারা পৃথিবী ছিন্নভিন্ন৷

#নিউইয়র্ক : করোনা ভাইরাসের মারণ সংক্রমণে সারা পৃথিবী ছিন্নভিন্ন৷ এই অতিমারির প্রভাব পড়েছে খেলার দুনিয়াতেও৷ একাধিক হেভিওয়েট টুর্নামেন্ট , অলিম্পিক্স সব হয় বাতিল, না হলে পিছিয়ে দেওয়া হয়েছে৷ তবে এবার ৩১ অগাস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন (US Open 2020)৷ কিন্তু শুরু হলেও এবার ইউএস ওপেনের পুরস্কার মূল্যে হচ্ছে বড়সড় কাটছাঁট৷ আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৮.৫০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.৩৬ কোটি টাকা কম বরাদ্দ হবে পুরস্কার মূল্য৷
পুরুষ ও মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নশিপের পুরস্কারমূল্য তিন মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২২ কোটি ৫৪ লক্ষ টাকা হয়৷ এবার টুর্নামেন্টে অংশ নেওয়া টেনিস প্লেয়ারদের জন্য মোট বরাদ্দ পুরস্কার রাশি ৫৩.৪ মিলিয়ন ডলার যা প্রায় ৩৯৯ কোটি টাকা৷ যেটা গত বছর ছিল ৫৭,২ মিলিয়ন ডলার বা ৪২৭ কোটি টাকা৷ এই টাকা শতাংশের হিসেবে প্রায় ৭ শতাংশ কম৷
advertisement
ইউএস ওপেন টুর্নামেন্টের সিঙ্গলসের প্রথম রাউন্ডে যাঁরা অংশ নেবেন তাঁদের পুরস্কার মূল্য অবশ্য প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ গত বছর টেনিস খেলোয়াড়রা ৫৮,০০০ ডলার বা প্রায় ৪৩ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন৷ এই বছর সেই পুরস্কার মূল্য ৬১,০০০ ডলার হচ্ছে৷ ইউএস ওপেন দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যাঁরা পৌঁছেছেন তাঁদের পুরস্কার মূল্যে কোনও বদল হচ্ছে না৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
করোনার ‘মহাকোপ’, ইউএস ওপেনে পুরস্কার মূল্য এক ধাক্কায় কমে গেল ৬.৩৬ কোটি টাকা!
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement