Tokyo Olympics: টিভির পর্দায় মেরি কম, দেখেই চেঁচিয়ে উঠলেন রুপোলি পর্দার 'মেরি কম'
- Published by:Suman Majumder
Last Updated:
লন্ডনে (London) নিজের বাড়ি থেকে অনুষ্ঠান দেখার একটি ছবি শেয়ার করেন দেশি গার্ল।
পাশাপাশি ভারতীয় অ্যাথেলিটদের অলিম্পিকে অংশ নেওয়ার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের খেলোয়াড়দের জন্য আমার শুভকামনা রইল।' এর আগে ভারতীয় বক্সার মেরি কমের (Merry Kom) চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার অলিম্পিকে মেরিও অংশ নিয়েছেন। ফলে প্রিয়াঙ্কা মেরি কমকেও অভিনন্দন জানিয়েছেন। এদিন তিনি ঘরে বসে টিভির পর্দায় মেরি কমকে দেখে আবেগ সামলাতে পারেননি। হঠাত্ করেই উত্তেজনায় চেঁচিয়ে ওঠেন তিনি। এর পাশাপাশি পিভি সিন্ধু (PV Sindhu), দীপিকা কুমারী (Dipika Kumari), সানিয়া মির্জাকেও (Sania Mirza) অভিনন্দন জানান।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, জাপানি (Japan) টেনিস তারকা নাওমি ওসাকা (Naomi Osaka) শুক্রবার টোকিও ২০২০ এর অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন। সরকারিভাবে গেমসের প্রথমদিন অর্থাত্ শনিবার টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম রুপো জেতেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে ভারত্তোলনে রুপো জিতেচেন মীরাবাঈ চানু (Mirabai Chanu) । তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pm Narendra Modi) সহ বিশিষ্ট মহলের অনেকেই। রবিবার ওয়ার্ল্ড ক্যাডেট কুস্তিতে সোনা জিতেছেন ভারতের প্রিয়া মালিক।
advertisement
সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি লিখেছিলেন, 'মীরাবাঈ চানুর জন্য শুভেচ্ছা। টোকিও অলিম্পিকে ওর হাত ধরে শুরু হল ভারতের পদক জয়ের তালিকা। ভারোত্তোলনে পদক জিতে তিনি উজ্জ্বল করেছেন দেশের মুখ।' টুইটারে (Twitter) প্রধানমন্ত্রী বলেছেন, 'টোকিও অলিম্পিকে এর থেকে ভালো সূচনা বোধ হয় হতে পারে না। মীরাবাঈ চানু মেলে ধরেছেন এক অনবদ্য পারফরম্যান্স। ভারোত্তোলনে রুপো জেতার জন্য ওকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। মীরার জন্য আজ গোটা দেশ গর্বিত।'
Location :
First Published :
July 25, 2021 1:29 PM IST