‘‘ ভারত গর্বিত দীপার জন্য’’....ট্যুইট করে দীপা কর্মকারকে শুভেচ্ছা মোদির
Last Updated:
তুরস্কে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতেছেন দীপা ৷
#নয়াদিল্লি: রিও অলিম্পিকের পর লিগামেন্টে মারাত্মক চোট পেয়েছিলেন ৷ তবে মনের জোর আর কঠিন অধ্যাবসায়ের জোরে ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসছিলেন আগরতলার ২৪ বছরের জিমন্যাস্ট দীপা কর্মকার ৷ আর এই কঠোর অধ্যাবসাতেই মিলল সাফল্য ৷ তুরস্কে এফআইজি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে সোনা জিতেছেন দীপা ৷ এই সাফল্যের খবর শুনে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ ট্যুইট করে দীপাকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি ৷
মোদি জানান, ‘‘ ভারত গর্বিত দীপার জন্য ৷ তুরস্কের মার্সিনে এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্টে সোনা জিতেছেন দীপা ৷ এই জয় ওর কঠিন অনুশীলন এবং হার না মানা মনোভাবেরই নিদর্শন ৷
India is proud of @DipaKarmakar! Congratulations to her on winning a well-deserved Gold in the vault event at the FIG World Challenge Cup in Mersin, Turkey. This win is a prime example of her tenacity and never-say-die attitude.
— Narendra Modi (@narendramodi) July 8, 2018
advertisement
advertisement
অলিম্পিকের পর এই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে নেমেছিলেন দীপা। তুরস্কের মার্সিনে জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের আসর বসেছিল। অংশ নিয়েছিলেন দীপা। সঙ্গে ছিলেন তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীও। বিশ্বকাপে এটি দীপার প্রথম পদক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2018 8:39 PM IST