জুয়ায় হার, সমুদ্র পাড় ধরে নগ্ন হয়ে দৌড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Last Updated:
সে কী কাণ্ড, সে কী কাণ্ড ...
#লন্ডন : এমনিতেই ইংলিশ ফ্যানদের নাম বা দুর্নাম বলুন বিশ্ব জোড়া ৷ ক্রিকেট বা ফুটবল ফ্যানদের সঙ্গে তো মোটামুটি পরিচয় আছেই তবে রাগবি ফ্যানরাও রীতিমতো আবেগপ্রবণ ৷ পাশাপাশি বেটিং বা জুয়া যেহেতু ইংল্যান্ডে বৈধ তাই খেলা বা খেলার ফল নিয়ে সেটাও চলে পুরোদমে ৷
রাগবি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা৷ রাগবি বিশ্বকাপ সেমিফাইনালে অল ব্ল্যাকসদের দুরমুশ করায় আরও বেশি আশান্বিত হয়েছিলেন ইংলিশ ফ্যানরা ৷ কিন্তু ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে খাপ খুলতে হয়নি তাঁদের ৷ ৩২-১২ হেরে যান তিনি ৷ ইংল্যান্ড যেহেতু ম্যাচে ফেভারিট ছিল তাই দেদার বেটিং হয়েছিল তাদের জয় নিয়ে৷ আর ম্যাচ শেষে সকলেই নিরাশ ৷
advertisement
তবে সবচেয়ে গন্ডগোল হল এক ফ্যানের দল হারলে যিনি কথা দিয়েছিলেন নগ্ন হয়ে দৌড়বেন ৷ আর সেই কথা কথা রাখতে হল তাঁকে, সেভাবে দৌড় দেখে বন্ধুরা আবার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন তাঁরা ৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আবার যিনি আপলোড করেছেন তাঁকে ভারতীয়রা ভালো করেই চেনেন ৷ তিনি ভারতীয় দলের এক সময়ের মেন্টাল কন্ডিশানিং কোচ প্যাডি আপটন ৷ ১.৫ কিলোমিটার নগ্ন দৌড় দেখে সকলে ৷ দেখুন সেই ভিডিও ৷
When a good mate (an English rugby supporter) loses a bet (that Eng would beat SA in Rugby World Cup final)... and keeps his word. 1.5km naked beach run, Cape Town pic.twitter.com/6eZTGWJVta
— Paddy Upton (@PaddyUpton1) November 3, 2019
advertisement
এই ভিডিওকে অবশ্য অশ্লীলতার ইঙ্গিতে দেখলে তা নিয়ে কিছু করার নেই ৷ কিন্তু ক্রীড়াপ্রেমীরা এরকমই হন তা বোঝেন ক্রীড়াপ্রেমীরাই ৷
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2019 9:05 AM IST

