corona virus btn
corona virus btn
Loading

জুয়ায় হার, সমুদ্র পাড় ধরে নগ্ন হয়ে দৌড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জুয়ায় হার, সমুদ্র পাড় ধরে নগ্ন হয়ে দৌড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Photo- Representive

সে কী কাণ্ড, সে কী কাণ্ড ...

  • Share this:

#লন্ডন :  এমনিতেই ইংলিশ ফ্যানদের নাম বা দুর্নাম বলুন বিশ্ব জোড়া ৷ ক্রিকেট বা ফুটবল ফ্যানদের সঙ্গে তো মোটামুটি পরিচয় আছেই তবে রাগবি ফ্যানরাও রীতিমতো আবেগপ্রবণ ৷ পাশাপাশি বেটিং বা জুয়া যেহেতু ইংল্যান্ডে বৈধ তাই খেলা বা খেলার ফল নিয়ে সেটাও চলে পুরোদমে ৷

রাগবি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা৷ রাগবি বিশ্বকাপ সেমিফাইনালে অল ব্ল্যাকসদের দুরমুশ করায় আরও বেশি আশান্বিত হয়েছিলেন ইংলিশ ফ্যানরা ৷ কিন্তু ফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে খাপ খুলতে হয়নি তাঁদের ৷ ৩২-১২ হেরে যান তিনি ৷ ইংল্যান্ড যেহেতু ম্যাচে ফেভারিট ছিল তাই দেদার বেটিং হয়েছিল তাদের জয় নিয়ে৷ আর ম্যাচ শেষে সকলেই নিরাশ ৷

তবে সবচেয়ে গন্ডগোল হল এক ফ্যানের দল হারলে যিনি কথা দিয়েছিলেন নগ্ন হয়ে দৌড়বেন ৷ আর সেই কথা কথা রাখতে হল তাঁকে, সেভাবে দৌড় দেখে বন্ধুরা আবার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন তাঁরা ৷

আরও পড়ুন - খুদের হাতের থাপ্পড়, উল্টে পড়লেন শিখর ধাওয়ান , দেখুন ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আবার যিনি আপলোড করেছেন তাঁকে ভারতীয়রা ভালো করেই চেনেন ৷ তিনি ভারতীয় দলের এক সময়ের মেন্টাল কন্ডিশানিং কোচ প্যাডি আপটন ৷ ১.৫ কিলোমিটার নগ্ন দৌড় দেখে সকলে ৷ দেখুন সেই ভিডিও ৷

এই ভিডিওকে অবশ্য অশ্লীলতার ইঙ্গিতে দেখলে তা নিয়ে কিছু করার নেই ৷ কিন্তু ক্রীড়াপ্রেমীরা এরকমই হন তা বোঝেন ক্রীড়াপ্রেমীরাই ৷ আরও দেখুন
First published: November 5, 2019, 9:05 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर