হোম /খবর /খেলা /
"টেনিস আমায় হারতে শিখিয়েছে."সাউথ ক্লাবে জানালেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

"টেনিস আমায় হারতে শিখিয়েছে..." সাউথ ক্লাবে জানালেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার সকালে অন্য মেজাজে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সাউথ ক্লাবের টেনিস কোর্টে হাজির নোবেলজয়ী।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মঙ্গলবার সকালে অন্য মেজাজে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সাউথ ক্লাবের টেনিস কোর্টে হাজির নোবেলজয়ী। অভিজিতবাবুর পরণে ছিল কালো টি-শার্ট, কালো ট্রাউজার, পায়ে স্পোর্টস জুতো।

ঘড়ির কাটায় ঠিক সকাল ৮ টা ১৫। সাউথ ক্লাবে হাজির হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ক্লাবের ঢুকে সোজা টেনিস কোর্টে চলে গেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ক্লে কোর্টে টেনিস ব্যাট হাতে কিছুক্ষণ গা ঘামিয়ে নিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে ততক্ষণে হাজির প্রাক্তন ডেভিসকাপার জয়দীপ মুখোপাধ্যায়। প্রাক্তন ডেভিসকাপারের বিপক্ষে কিছুক্ষণ খেলে নিজেকে সেট করে নিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তারপর জয়দীপ মুখোপাধ্যায়কে নিয়ে নেমে পড়লেন ডাবলস খেলতে।

কখনও ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড। সার্ভ করা থেকে রিটার্ন। কোর্টের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ালেন নোবেলজয়ী । ৪৫ মিনিট সময় কাটলেন টেনিস কোর্টে। খেলা শেষে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ সময় পেলে টেনিস খেলি। টেনিস আমাকে হারতে শিখিয়েছে। ’’

শুধু টেনিস নয়, সময় পেলে টেবিল টেনিস  সহ অনেক খেলাতেই নিজেকে জড়িয়ে রাখেন অভিজিৎ বন্দোপাধ্যায়। নোবেলজয়ী অভিজিতবাবু জানান, ‘‘মনসংযোগ এবং ফিটনেসের জন্য খেলাধুলা সব সময় আমাকে সাহায্য করেছে।" মজা করে আরও বলেন, "টেনিসে আমি জয়দীপ মুখোপাধ্যায়ের ধারেকাছেও নই।’’

একসময় কলকাতায় বিজয় অমৃতরাজের খেলা দেখার জন্য সাউথ ক্লাবে ছুটে গিয়েছিলেন। মঙ্গলবার সেই সাউথ ক্লাবে টেনিস ব্যাট হাতে দাপালান নোবেলজয়ী অর্থনীতিবিদ। জয়দীপ মুখোপাধ্যায় জানান, "আমরা সোমবারই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কে ক্লাবের মেম্বারশিপ দিয়েছি। এবার থেকে কলকাতায় আসলে তিনি সাউথ ক্লাবের টেনিস খেলবেন আশা করি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খেলা দেখে বুঝলাম উনি কতটা টেনিসে পারদর্শী। উনি নাকি যেখানেই পৃথিবীর যে প্রান্তেই যান সেখানে টেনিস ব্যাট সঙ্গে করে নিয়ে যান।"

নোবেলজয়ী অর্থনীতিবিদকে অন্য ভূমিকায় দেখতে পেয়ে আপ্লুত সাউথ ক্লাবে উপস্থিত থাকা প্রত্যেকেই। অনেকদিন পর  টেনিস ব্যাট হাতে নামতে পেরে আরও উজ্জীবিত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। খেলা শেষে অনুরাগীদের সঙ্গে সেলফিও তোলেন নোবেলজয়ী ৷

Eeron Roy Barman

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Abhijit Vinayak Banerjee